ঢাকা, 18 মার্চ : দোলপূর্ণিমায় ইসকন মন্দিরে হামলা ৷ বৃহস্পতিবার ঢাকার ওয়ারিতে 222 নং লালমোহন সাহা স্ট্রিটে ইসকনের মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ৷ অভিযোগ, এখানে 200-রও বেশি মানুষ মন্দিরে আক্রমণ চালায় ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হামলায় সুমন্ত্র চন্দ্র শ্রাবণ, নিহার হালদার, রাজীব ভদ্র জখম হয়েছেন ৷ অভিযোগ, হাজি শাফিউল্লাহের নেতৃত্বে একদল দুষ্কৃতী এই কাণ্ড করেছে (Dhaka ISKCON Radhakanta Temple in Bangladesh vandalised) ৷
ইসকন ভারতের সহ-সভাপতি রাধারমন দাস টুইট করে এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন ৷ তিনি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে দোলযাত্রা এবং হোলি উৎসবে এমন একটা ঘটনা ঘটল ৷ কয়েকদিন আগেই, রাষ্ট্রসংঘ একটি প্রস্তাবনা পাশ করেছে ৷ তাতে 15 মার্চ 'ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া' হিসেবে পালনের কথা জানানো হয়েছে ৷"