ইসলামাবাদ, 2 সেপ্টেম্বর: হুরিয়ত কনফারেন্স নেতা সৈয়দ আলি শাহ গিলানির (Syed Ali Shah Geelani) মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ৷ দীর্ঘ রোগভোগের পর বুধবার নিজের বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান হুরিয়ত নেতা ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর ৷
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে পরিচিত ছিলেন গিলানি ৷ গত দু'বছর ধরে গৃহবন্দি ছিলেন তিনি ৷ গিলানিকে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী ব্য়াখ্য়া করে শোকজ্ঞাপন করেন পাক প্রধানমন্ত্রী ৷ শুধু তাই নয়, ভারতীয় আধিকারিকরা তাঁর উপর অত্যাচার চালিয়েছিল বলেও অভিযোগ করেন ইমরান ৷