ইসলামাবাদ, 4 জুলাই : চিন-পাকিস্তান অর্থনৈতি ককরিডর (CPEC) প্রকল্প সম্পূর্ণ করার প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী । এই প্রকল্প সম্পন্ন করা হবে এবং তার জন্য লাভবান হবে দেশ, জানালেন ইমরান খান ।
পাকিস্তানেরএকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, CPEC প্রকল্পের কাজ কতদূর এগোল তা খতিয়েদেখার জন্য গতকাল একটি পর্যালোচনা বৈঠক হয় । বৈঠকে ইমরান বলেন,"এই প্রকল্প চিন-পাকিস্তানের বন্ধুত্বের প্রকাশ । সরকার এই প্রকল্পের কাজ যে কোনওমূল্যেই সম্পন্ন করবে এবং তার লাভ পাকিস্তানের প্রত্যেক অধিবাসীর কাছে পৌঁছে দেবে।"
দেশেরঅর্থ-সামাজিক উন্নতিতে সাহায্য করবে CPEC । পাকিস্তান সরকারের এই উদ্যোগ ভবিষ্যতেদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে আশ্বাস দেন ইমরান ।