পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

দ্রুত বেইজিং-ইসলামাবাদ প্রকল্প শেষ করতে চাই : ইমরান - পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

CPEC প্রকল্পের কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখার জন্য গতকাল একটি পর্যালোচনা বৈঠক হয় । বৈঠকে ইমরান বলেন, এই প্রকল্পের কাজ যে কোনও মূল্যেই সম্পন্ন করা হবে এবং তার লাভ প্রত্যেক পাকিস্তানির কাছে পৌঁছে দেওয়া হবে ।

pak
pak

By

Published : Jul 4, 2020, 4:30 PM IST

Updated : Jul 4, 2020, 5:49 PM IST

ইসলামাবাদ, 4 জুলাই : চিন-পাকিস্তান অর্থনৈতি ককরিডর (CPEC) প্রকল্প সম্পূর্ণ করার প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী । এই প্রকল্প সম্পন্ন করা হবে এবং তার জন্য লাভবান হবে দেশ, জানালেন ইমরান খান ।

পাকিস্তানেরএকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, CPEC প্রকল্পের কাজ কতদূর এগোল তা খতিয়েদেখার জন্য গতকাল একটি পর্যালোচনা বৈঠক হয় । বৈঠকে ইমরান বলেন,"এই প্রকল্প চিন-পাকিস্তানের বন্ধুত্বের প্রকাশ । সরকার এই প্রকল্পের কাজ যে কোনওমূল্যেই সম্পন্ন করবে এবং তার লাভ পাকিস্তানের প্রত্যেক অধিবাসীর কাছে পৌঁছে দেবে।"

দেশেরঅর্থ-সামাজিক উন্নতিতে সাহায্য করবে CPEC । পাকিস্তান সরকারের এই উদ্যোগ ভবিষ্যতেদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে আশ্বাস দেন ইমরান ।

চিন প্রেসিডেন্ট শি জিনপিং-এর একটি 62 বিলিয়ন ডলারের প্রকল্প CPEC । হাইওয়ে, রেললাইন এবং সি লেন-র মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপকে সংযুক্ত করার উদ্যোগ CPEC-র। এই করিডর চিনের কাশগর শহরের সঙ্গে পাকিস্তানের গওদার বন্দরের সঙ্গে সংযুক্ত করবে।

আধুনিকযানবাহন নেটয়ার্ক, বিশেষ অর্থনৈতিক জ়োন তৈরির জন্য মজবুত অর্থনীতি এবং প্রয়োজনীয় পরিকাঠামোর দ্রুত উন্নতি হতে পারে । পাকিস্তানের এই উন্নতির উদ্দেশেই উদ্যোগ নেওয়া হয়েছে ।

2016 সালে CPEC আংশিকভাবে কার্যকরী হয় । সেই সময় চিনা কার্গো গাওদারবন্দরে নিয়ে আসা হয়েছিল ।

Last Updated : Jul 4, 2020, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details