পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্বজুড়ে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 4 লাখ - বিশ্বে কোরোনা পরিসংখ্যান

বিশ্বজুড়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ তবে খুশির খবর নিউজ়িল্যান্ডে ৷ সেই দেশে গত 17 দিনে নতুন করে কেউ সংক্রমিত হননি ।

Corona Virus
ছবিটির প্রতীকী

By

Published : Jun 8, 2020, 11:24 AM IST

Updated : Jun 8, 2020, 11:55 AM IST

হায়দরাবাদ , 8 জুন : কোরোনা ভাইরাসের জেরে জর্জরিত গোটা বিশ্ব । বিশ্বের বিভিন্ন দেশ সংক্রমিতের সংখ্যায় প্রতিদিনই রেকর্ড তৈরি করছে । এখনও পর্যন্ত বিশ্বজুড়ে কোরোনায় সংক্রমিত হয়েছেন 70 লাখ 81 হাজার 811 জন । মৃত্যু হয়েছে 4 লাখ 5 হাজার 74 জনের ।

আক্রান্ত ও মৃতের সংখ্য়া বেড়ে চললেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার । গোটা বিশ্বে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 34 লাখ 55 হাজার 104 জন । নিউজ়িল্যান্ডে গত 17 দিনে নতুন করে কেউ সংক্রমিত হননি ।

তবে এখনই স্বস্তির নিশ্বাস ফেলার মতো কিছু নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৷ তাঁদের মতে , যে কোনও দেশে নতুন করে সংক্রমণ বাড়তে পারে ৷

কোরোনা ভাইরাসের এখনও কোন নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। রোগটির প্রকোপে উন্নত বা উন্নয়নশীল, সবদেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷
কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের অনেক দেশে বা এলাকায় লকডাউন চলছে । গত বছরের ডিসেম্বর মাসে চিনের ইউহান থেকে বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস ছড়িয়ে পড়ে । রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে 11 মার্চ বিশ্ব জুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

Last Updated : Jun 8, 2020, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details