বেজিং, 21 জুন : করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টকে আটকাতে মরিয়া চিন ৷ মাত্র পাঁচ দিনে 10 কোটিরও বেশি করোনা টিকার ডোজ দিয়ে বিশ্বে নজির গড়ল শি চিনপিংয়ের দেশ ৷ সবমিলিয়ে 100 কোটির সীমানা অতিক্রম করল চিনে করোনার টিকাকরণ ৷
করোনা প্রথম ছড়ায় চিনের ইউহান প্রদেশে ৷ তারপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে ৷ করোনা মোকাবিলায় লকডাউন থেকে শুরু করে নানা পদক্ষেপ করে দেশগুলি ৷ করোনার টিকা তৈরিতে ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন দেশ ৷ এরপর টিকা এলে শুরু হয় টিকাকরণ ৷ বাজারে ভ্য়াকসিন আসা মাত্রই, দেশের প্রত্যেকটি মানুষের টিকাকরণ নিয়ে পদক্ষেপ করে চিনও ৷