পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কাবুলে বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত বেড়ে ৬৩ - bomb blast

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত কমপক্ষে ৬৩ । জখমের সংখ্যা প্শরায় দুই শতাধিক ।

এই হলে বিস্ফোরণ হয়

By

Published : Aug 18, 2019, 7:30 AM IST

Updated : Aug 18, 2019, 11:28 AM IST

কাবুল, 18 অগাস্ট : আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণ । নিহত কমপক্ষে ৬৩ । জখমের সংখ্যা কমপক্ষে ১৮০ । কাবুলের দারুলামান এলাকায় একটি বিয়েবাড়িতে বিস্ফোরণ হয় । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করেছে । তারা জানিয়েছে রাত ১০টা ৪০মিনিট নাগাদ বিস্ফোরণ হয় । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের সময় যে হলটিতে বিয়ের অনুষ্ঠানে চলছিল সেখানে অনেক অতিথি উপস্থিত ছিলেন । বিস্ফোরণে আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে । এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় নেয়নি ।

আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নুসরাত রহিমি বলেন, জখমদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে । হতাহতের সংখ্যার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে । তবে নিহতের মধ্যে মহিলা ও শিশু রয়েছে ।

Last Updated : Aug 18, 2019, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details