পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অপ্রয়োজনীয় হলেও NRC ভারতের অভ্য়ন্তরীণ বিষয় : হাসিনা - শেখ হাসিনা NRC

এক সাক্ষাৎকারে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, " আমরা জানি না ভারত সরকার এটা কেন করল"

sk hasina bangladesh
"NRC অপ্রয়োজনীয়", বললেন শেখ হাসিনা

By

Published : Jan 19, 2020, 10:06 PM IST

Updated : Jan 19, 2020, 10:40 PM IST

দিল্লি/ঢাকা, 19 জানুয়ারি: একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "আমরা জানি না এটা (ভারত সরকার) কেন করল? এটার কোনও প্রয়োজন ছিল না৷" তিনদিনের আবু ধাবি সফরে গিয়ে CAA ও NRC প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি৷

তিনি বলেন, বাংলাদেশ সরকার প্রথম থেকেই বলে এসেছে যে নাগরিকত্ব আইন ও NRC একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার ৷ তিনি আরও বলেন, "ভারত সরকারও সবসময়েই এটাই দাবি করেছে যে CAA ও NRC শুধুমাত্রই ভারতের অভ্যন্তরীণ নীতি ৷ 2019 অকটোবরে, আমার দিল্লি সফরের সময়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে আমাকে এই বিষয়ে আস্থা দিয়েছেন৷"

CAA-এর মাধ্যমে ভারত সরকার, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে 2014-এর ডিসেম্বর মাসের আগে ভারতে আসা হিন্দু, শিখ, পারসি, বৌদ্ধ ও খ্রিস্টান শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আস্থা দেয়৷ তবে, বাংলাদেশ, যেখানে 10.7% মানুষ হিন্দু এবং 0.6% মানুষ বৌদ্ধ, ধর্মের ভিত্তিতে কোনও মানুষকে মাইগ্রেশন শংসাপত্র দেবে না বলে সরকারি সূত্রে জানিয়ে দিয়েছে৷ এদিকে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করার পাশাপাশি দেশজুড়ে NRC লাগু করার কথা জানিয়ে দিয়েছে৷ এর ফলে বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা যে ভারতে নাগরিকত্ব প্রমাণ করতে না পারা মুসলমান সম্প্রদায়ের বহু মানুষ বাংলাদেশের শরণাপন্ন হবেন৷ তাঁদের মত, এর ফলে ভারতের তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে রাজনৈতিক সম্পর্কে প্রভাব পড়তে পারে৷

হাসিনা বলেন, "ভারতের কাউকেই বাংলাদেশে মাইগ্রেশন দেওয়া হবে না, তবে ভারতে সাধারণ মানুষ খুবই সমস্যায় আছেন৷"

Last Updated : Jan 19, 2020, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details