পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sheikh Hasina: বাংলাদেশে হিংসা রুখতে কড়া পদক্ষেপ হাসিনার - বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে হিংসা (Bangladesh Violence) রুখতে কড়া পদক্ষেপ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina)৷ দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷

Bangladesh PM Sheikh Hasina Asks home Minister To Take Action After Hindus Targeted
বাংলাদেশে হিংসা রুখতে কড়া পদক্ষেপ হাসিনার

By

Published : Oct 19, 2021, 7:23 PM IST

ঢাকা, 19 অক্টোবর : ওপার-বাংলায় সংখ্যালঘুদের উপর হিংসার (Bangladesh Violence) ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina)৷ ধর্মের নামে যারা হিংসা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনও খবরের সত্যতা যাচাই না-করে মানুষ যেন তা বিশ্বাস না-করেন, সেই আর্জিও জানিয়েছেন হাসিনা ৷

মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে এ ব্যাপারে সবিস্তার কথা বলেন শেখ হাসিনা ৷ ধর্মকে ব্যবহার করে যারা হিংসার ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি ৷ এ কথা ঢাকা ট্রিবিউন সংবাদপত্রকে জানিয়েছেন মন্ত্রিসভার সচিব খান্দকের আনওয়ারুল ইসলাম ৷

বাড়ি থেকে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে এই বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ তথ্য যাচাই না-করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনও খবরে বিশ্বাস করতে বারণ করেছেন তিনি ৷ এ ব্যাপারে সরকারকে নজরদারি চালানোরও নির্দেশ দিয়েছেন তিনি ৷ দুর্গত পরিবারগুলিকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন হাসিনা ৷ এ দিকে, সাম্প্রদায়িক হিংসা রুখতে সম্প্রীতির ও শান্তির মিছিল করছে শাসক দল আওয়ামি লিগ ৷ তাদের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেছেন, "হিন্দু ভাই ও বোনেরা ভয় পাবেন না ৷ শেখ হাসিনা ও আওয়ামি লিগ আপনাদের সঙ্গে রয়েছে ৷ শেখ হাসিনার সরকার সংখ্যালঘুদের প্রতি বন্ধুত্বপূর্ণ সরকার ৷"

আরও পড়ুন:Bangladesh Violence: হাসিনার কাছে বাংলাদেশের হিংসা নিয়ে কড়া পদক্ষেপের দাবি তুলল ইসকনের মার্কিন কার্যালয়

গত বুধবার অষ্টমীর দিন থেকে বাংলাদেশে তীব্র হিংসা ছড়াতে শুরু করেছে ৷ অভিযোগ, ওই দেশের কুমিল্লার একটি পুজো মণ্ডপে ভাঙচুরের পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ এরপর বহু পুজো মণ্ডপ, মন্দিরে ভাঙচুর চালানো হয় ৷ বিভিন্ন এলাকায় 66টি হিন্দু বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ জ্বালিয়ে দেওয়া হয় অন্তত 20টি বাড়ি ৷ বহু মানুষ আক্রান্ত হয়েছেন ৷ নোয়াখালির একটি ইসকন মন্দিরেও হামলা চালানো হয় ৷

আরও পড়ুন :Nabanna: বাংলাদেশের অশান্তির আঁচ যেন বাংলায় না পড়ে, নবান্নের তরফে সতর্কবার্তা

এরপরই বাংলাদেশের হিংসা থামাতে কড়া পদক্ষেপ করার জন্য শেখ হাসিনার কাছে আর্জি জানায় ইসকনের (ISKCON) মার্কিন কার্যালয় ৷ বিবৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চলছে, যেভাবে ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে, সদস্যদের মারধর হয়েছে, তাতে তারা ব্যথিত ৷ তাই তাদের আর্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন এই বিষয়ে কড়া পদক্ষেপ করেন ৷ আর কোনও দোষীদের যেন ছাড়া না-হয় ৷ তারা যেন উপযুক্ত শাস্তি পায় ৷ একদল দুষ্কৃতীর এই তাণ্ডবের বিরুদ্ধে সরব হন বাংলাদেশের মানুষ ৷ একযোগে হিন্দু ও মুসলিমরা দোষীদের শাস্তির দাবি তোলেন ৷ ঢাকার শাহবাগের মোড়‌ে অবস্থান বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা । নানা সংগঠনের সদস্যরা পরে সেই অবস্থানে যোগ দেন ।

আরও পড়ুন :ISKCON Protest : বাংলাদেশের হিংসার প্রতিবাদে সোচ্চার মায়াপুর ইসকনের ভক্তরা

ABOUT THE AUTHOR

...view details