গিলগিট, 22 সেপ্টেম্বর : বাস দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ 26 জনের মৃত্যু হল । গুরুতর আহত 12 । আজ পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে দুর্ঘটনাটি ঘটে ।
গিলগিট-বালতিস্তানে বাস দুর্ঘটনায় মৃত 26, আহত 12 - দুর্ঘটনা
বাস দুর্ঘটনায় শিশু ও মহিলা সহ 26 জনের মৃত্যু হল । গুরুতর আহত 12 । আজ পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানে দুর্ঘটনাটি ঘটে ।
accident
স্কর্দু থেকে রাওয়ালপিণ্ডির দিকে যাচ্ছিল বাসটি । বাবুসার টপ সংলগ্ন গেট্টি দাস এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি । দুর্ঘটনায় মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা রয়েছে বলে জানিয়েছেন গিলগিট-বালতিস্তানের সরকারি মুখপাত্র ফৈজ়ুল্লা ফারুক । এদের অধিকাংশই গিলগিট-বালতিস্তান এলাকার বাসিন্দা ।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে । আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা চলছে ।