পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

এবার ইউটিউবের নিষেধাজ্ঞার মুখে ট্রাম্প - You Tube

ফেসবুক, টুইটারের মতো একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷ এবার ইউটিউবও নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্পের বিরুদ্ধে৷

youtube-bars-trumps-account-from-uploading-videos-for-one-week
এবার ইউটিউবের নিষেধাজ্ঞার মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

By

Published : Jan 13, 2021, 2:03 PM IST

নিউ ইয়র্ক, 13 জানুয়ারি : এবার ইউটিউবের নিষেধাজ্ঞার মুখে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ মঙ্গলবার রাতে এই ভিডিয়ো শেয়ারিং অ্যাপের তরফে জানানো হয়েছে যে আপাতত এক সপ্তাহের জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে ইউটিউবে কোনও ভিডিয়ো আপলোড করা যাবে না ৷ এর আগে ফেসবুক, টুইটারের মতো একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করে ৷

গত বছরের 3 নভেম্বর অ্যামেরিকায় শেষ হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া৷ সম্প্রতি পূর্ণাঙ্গ ফলাফল সামনে আসে৷ তাতে দেখা যায়, প্রত্যাশামতো জো বাইডেন হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট৷ তার পরই ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায়৷ এই নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় সর্বত্র৷ প্রবল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প৷ তার পর ফেসবুক, টুইটার-সহ একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করে৷ এবার সেই পথে হাঁটল ইউটিউব৷

আরও পড়ুন :ট্রাম্পকে দ্রুত ইমপিচের পথে হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস

সম্প্রতি ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো ইউটিউবে আপলোড করা হয়৷ সেই ভিডিয়ো সরিয়ে দেয় ইউটিউব৷ তার পরই টুইটারে সংস্থার তরফে জানানো হয়, এক সপ্তাহের জন্য ট্রাম্পের ওই অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করা হল৷ একই সঙ্গে আপাতত ট্রাম্পের ইউটিউব চ্যানেলের কমেন্ট বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু কোন ভিডিয়োর জন্য ট্রাম্পের অ্যাকাউন্টটিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি হল, তা জানায়নি ইউটিউব৷ তারা শুধু জানিয়েছে, ওই ভিডিয়োটি হিংসাত্মক ছিল৷

ABOUT THE AUTHOR

...view details