ওয়াশিংটন, 24 মে : লোকসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি জানান, মোদি আবার ক্ষমতায় ফেরার সঙ্গে সঙ্গে অ্যামেরিকা-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভালো দিকগুলি মজুত করা আছে।" টুইটে ট্রাম্প আরও লেখেন, "নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল BJP-কে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে চালিয়ে যাওয়ার জন্য আমি উদগ্রীব।"
"একসঙ্গে আরও ভালো কাজ করব", মোদিকে অভিনন্দন ট্রাম্পের - নরেন্দ্র মোদিকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প
BJP-র জয়ের পর বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন । ব্যতিক্রম নন ডোনাল্ড ট্রাম্পও । ভারত-অ্যামেরিকার সম্পর্ক আরও মজবুত হবে, এই বার্তা নিয়ে মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প ।
নরেন্দ্র মোদিকে অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পের
ভোটের ফলাফল সামনে আসতেই দেশ-বিদেশের প্রথম সারির নেতারা প্রায় সকলেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মোদিকে। বাকি ছিলেন ট্রাম্প। পালটা ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন মোদি। টুইটে তাঁর বার্তা, "ধন্যবাদ। এই জয় 130 কোটি মানুষের একটি দেশের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করে। আমিও আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যা বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধির জন্যও ভালো।"
Last Updated : May 24, 2019, 2:56 AM IST