ক্যালিফোর্নিয়া, 27 অগাস্ট : টিকটকের চিফ এগজ়িকিউটিভ অফিসার (CEO) কেভিন মেয়ার পদত্যাগ করেছেন । কর্মীদের উদ্দেশে একটি চিঠিতে তিনি বলেন, "দুঃখের সঙ্গেই আপনাদের জানাচ্ছি, আমি এই সংস্থা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।"
প্রসঙ্গত, আগেই টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত ৷ টিকটকের পেরেন্ট কম্পানি চিনের বাইটড্যান্স। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, বাইটড্যান্স তাদের অ্যামেরিকার সম্পত্তি সেদেশের কোনও সংস্থাকে বিক্রি না করলে টিকটক নিষিদ্ধ করা হবে ৷ বিক্রির সময়সীমাও বেঁধে দেন ট্রাম্প ৷ এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন কেভিন মেয়ার। টিকটকের জেনেরাল ম্যানেজার ভেনেসা পাপ্পাস কেভিন মেয়ারের জায়গায় অন্তর্বর্তীকালীন CEO হিসেবে দায়িত্ব সামলাবেন ।
জুন মাসে, চিনে টিকটকের পেরেন্ট কম্পানি বাইটড্যান্সে চিফ অপারেটিং অফিসারের (COO) দায়িত্ব গ্রহণ করেছিলেন কেভিন মেয়ার । তিনি সরাসরি সংস্থার প্রতিষ্ঠাতা ও CEO ইয়িমিং ঝাংকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন । টিকটকের ওয়েবসাইট অনুযায়ী, ডিজ়নিতে দীর্ঘ ও সফল কেরিয়ারের পর টিকটকে যোগ দিয়েছিলেন মেয়ার । অতি সম্প্রতি কম্পানির ডিরেক্ট-টু-কনজ়িউমার ও আন্তর্জাতিক ব্যবসার চেয়ারম্যান হিসেবেও তাঁর পদোন্নতি হয়েছিল ।
সেখানে তাঁর ভূমিকার মূল অংশ হিসেবে, তিনি কম্পানির ফ্ল্যাগশিপ স্ট্রিমিং পরিষেবা ডিজ়নি প্লাসের বিকাশ এবং সফল রোলআউট পর্যবেক্ষণ করেছেন । এদিকে, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত টিকটক এবং বাইটড্যান্স, হোয়াইট হাউজ়ের অবস্থানকে জাতীয় নিরাপত্তা হুমকি বলে অভিহিত করেছে । তাদের দাবি, “টিকটকের অ্যামেরিকান ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা রক্ষার জন্য অসাধারণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।”