বোল্ডার (কলোরাডো), 23 মার্চ : সুপারমার্কেটে ঢুকে এলোপাথাড়ি গুলি ৷ কিছু বােঝার আগেই মেঝেতে পড়ল একের পর এক রক্তাক্ত দেহ ৷ আমেরিকার দক্ষিণ কলোরাডোর বোল্ডার শহরে ঘটল এমনই ভয়ঙ্কর ঘটনা ৷ বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃত্য়ু হয়েছে এক পুলিশকর্মীরও ৷ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
ডেনভারের থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত শহর হল বোল্ডার ৷ সোমবার কিং সুপারস স্টোর নামে একটি সুপারমার্কেটে বিকেল তিনটের একটু আগে ঘটনাটি ঘটে ৷ সেই সময় স্টোরে উপস্থিত ক্রেতারা জানিয়েছেন, হঠাৎ করে গুলির আওয়াজ শোনা যায় ৷ প্রাণ বাঁচাতে পিছনের দরজা দিয়ে তাঁরা পালিয়ে যান ৷ তাঁদের মধ্যে কেউ পুলিশে খবর দেন ৷ মিনিট খানেকের মধ্যে ওই সুপারমার্কেট ঘিরে ফেলে পুলিশ ৷ অভিযুক্তকে ধরতে গিয়ে এক পুলিশকর্মীর মৃত্যু হয় ৷ রক্তাক্ত অবস্থায় ওই বন্দুকবাজকে গ্রেপ্তার করে পুলিশ ৷