ওয়াশিংটন, 22 অক্টোবর : সিমলা চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মুখোমুখি বসে কথা বলে সমস্যার সমাধান করে নেওয়া উচিত ৷ কিন্তু, সীমান্ত সন্ত্রাসবাদে জড়িতদের প্রতি ইসলামাবাদের মদত দুই দেশের আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে অ্যামেরিকা ৷
দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস বলেন, "আমরা বিশ্বাস করি যে, 1972 সালের সিমলা চুক্তি অনুযায়ী, ভারত-পাকিস্তানের মুখোমুখি বসে কথা বলা উচিত ৷ একমাত্র তাতেই দুই দেশের মধ্যে তৈরি উত্তেজনা কমার সর্বাধিক সম্ভাবনা রয়েছে ৷"
তিনি আরও বলেন, "2002 থেকে 2007 ব্যাকচ্যানেল আলোচনার সময় ভারত ও পাকিস্তান কাশ্মীর সহ বেশ কয়েকটি ইশু নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ৷"
কিন্তু, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনার পরিস্থিতি নেই ৷ তাঁর কথায়, "উৎপাদনশীল দ্বিপাক্ষিক আলোচনা শুরুর জন্য আস্থা বাড়াতে হবে ৷ সীমান্তে সন্ত্রাসবাদে জড়িত জঙ্গিগোষ্ঠীগুলির পক্ষে পাকিস্তানের অব্যাহত সমর্থন এই আলোচনার পথে বাধা তৈরি করেছে ৷"