পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Kamala Harris : প্রথম মহিলা হিসাবে মার্কিন রাষ্ট্রপতি পদে কমলা হ্যারিস - কমলা হ্যারিস

শুক্রবার কোলনোস্কপির জন্য অজ্ঞান করা হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ৷ এটিকে বাইডেনের রুটিন চেকআপ বলা হচ্ছে ৷

Kamala Harris
প্রথম মহিলা হিসাবে মার্কিন রাষ্ট্রপতি পদে কমলা হ্যারিস

By

Published : Nov 19, 2021, 10:19 PM IST

Updated : Nov 19, 2021, 10:41 PM IST

ওয়াশিংটন, 19 নভেম্বর :ফের ইতিহাস গড়লেন কমলা হ্যারিস (Kamala Harris) ৷ প্রথম মহিলা হিসাবে মার্কিন রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন তিনি ৷ এর আগে প্রথম মহিলা হিসেবে মার্কিন উপ-রাষ্ট্রপতি পদে বসেছিলেন তিনি৷ তবে অল্প সময়ের জন্যই এই পদে বসছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা ৷

হোয়াইট হাউস সূত্রে খবর, শুক্রবার কোলনোস্কপির জন্য অজ্ঞান করা হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে (Joe Biden)৷ এটিকে বাইডেনের রুটিন চেকআপ বলা হচ্ছে ৷ এই সময়ের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন কমলা হ্যারিস ৷ নিয়ম অনুযায়ী অজ্ঞান অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন। তাই শুধুমাত্র সেই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন তাঁর ডেপুটি। এই সময় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন কমলা হ্যারিস। অর্থাৎ বাইডেনের অনুপস্থিতিতে আমেরিকার সশস্ত্র বাহিনী এবং পারমানবিক শক্তির নিয়ন্ত্রণও থাকবে হ্যারিসের হাতে।

এর আগে মার্কিন ২০০২ ও ২০০৭ সালে একইভাবে চিকিৎসার কারণে ছুটিতে যেতে হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লুিউ বুশকে। সেই সময়ও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট। এবার মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে৷ শুক্রবারই ৭৯ বছরে পা দেবেন বাইডেন। আর ঠিক তার আগেই ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে রুটিন চেক আপের জন্য যান বাইডেন ৷

বাইডেনের অনুপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট পদে বসে নজির গড়বেন হ্যারিস ৷ চলতি বছর 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট (প্রথম কৃষ্ণাঙ্গ ও এশিয়ান অ্যামেরিকান) হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি ৷ গত দুই শতাব্দী ধরে শ্বেতাঙ্গ পুরুষদের দখলে থাকা পদে বসে সেই বাধা অতিক্রম করেন কমলা ৷ ফের নজির গড়েন তিনি ৷ মার্কিন ইতিহাসে প্রথম মহিলা হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব সামলাতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা ৷

আরও পড়ুন : ছোটোবেলায় কেমন ছিলেন কমলা ? জানালেন তাঁর মাসি

56 বছরের হ্যারিস আমেরিকার ইতিহাসে প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে বসেন ৷ হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা ছিলেন ৷ আর মা ছিলেন ভারতীয় ৷ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্য়ারিসের উত্থান নিয়ে বই লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত একদল মার্কিন নাগরিক ৷ যাঁদের সকলেই দেশের প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত ৷ এঁদের কেউ উচ্চ শিক্ষিত পণ্ডিত, কেউ রাজনীতিক, কেউ বা আবার উদ্যোগপতি ৷ তাঁদের মতে, কমলার উত্থান কিছুটা হলেও মার্কিন দুনিয়ায় অভিবাসীদের ভিত পোক্ত করেছে ৷

Last Updated : Nov 19, 2021, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details