পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অ্যামেরিকায় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে অল উইমেন টিম নির্বাচন কমলার

টিনা ফ্লাওয়ারনয়-কে নিজের অফিসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত করলেন অ্যামেরিকার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । জাতীয় সুরক্ষা উপদেষ্টার পদে ন্যানসি ম্যাকএলডাউনি এবং ডোমেস্টিক পলিসি অ্যাডভাইজ়ার হিসেবে রোহিনী কোসোগলু-র নাম ঘোষণা করেন তিনি ।

Kamala Harris All-Women Team
Kamala Harris All-Women Team

By

Published : Dec 5, 2020, 11:42 AM IST

ওয়াশিংটন, 5 ডিসেম্বর : চিফ অফ স্টাফ, নীতি বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা হিসেবে তিন মহিলার নাম ঘোষণা করলেন অ্যামেরিকার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । প্রথম দিন থেকেই তাঁর এই অভিজ্ঞ অল উইমেন টিম সক্রিয় হবে বলে জানিয়েছেন কমলা হ্যারিস ।

চিফ অফ স্টাফ হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের চিফ অফ স্টাফ টিনা ফ্লাওয়ারনয় । এই গুরুত্বপূর্ণ পদে তাঁকে নিযুক্ত করে কমলা হ্যারিস বলেন, "আমার অফিসে চিফ অফ স্টাফ যিনি নেতৃত্ব দেবেন, তিনি টিনা ফ্লাওয়ারনয় । জনসেবায় তাঁর যথেষ্ট অভিজ্ঞতা, দক্ষতা এবং পারদর্শিতা তাঁকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য করে তুলেছে ।"

জাতীয় সুরক্ষা উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে চলেছেন 30 বছর ধরে অ্যামেরিকার বিদেশমন্ত্রকে কাজ করা এবং বুলগেরিয়ায় ইউএস অ্যাম্বাসাডর ন্যানসি ম্যাকএলডাউনি । তাঁর নাম ঘোষণার পর অ্যামেরিকার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বলেন, "জাতীয় সুরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন রাষ্ট্রদূত ন্যানসি ম্যাকএলডাউনি । বিদেশে তাঁর বিশিষ্ট কর্মজীবন ও নেতৃত্ব অ্যামেরিকার জনগণকে সুরক্ষিত রাখবে এবং বিশ্বজুড়ে আমাদের দেশের স্বার্থকে এগিয়ে নিয়ে যাবে ।"

ডমেস্টিক পলিসি অ্যাডভাইজ়ার হিসেবে রোহিণী কোসোগলু-র নাম ঘোষণা করেন কমলা হ্যারিস । তিনি বলেন, "রোহিণী কোসোগলু কেবল অ্যামেরিকার জনগণের গুরুত্বপূর্ণ বিষয়গুলির বিশেষজ্ঞই নন, সেনেট ও প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারে আমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে নির্ভরযোগ্য সহায়কদের মধ্যে একজন ।"

অল উইমেন টিম নির্বাচনের পর অ্যামেরিকার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বলেন, টিমের বাকি সদস্যদের সঙ্গে এই তিন সদস্যও কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনা, দায়বদ্ধতার সঙ্গে দেশের অর্থনীতির উন্নতি নিশ্চিত করার পাশাপাশি বিশ্বব্যাপী অ্যামেরিকার নেতৃত্ব পুনরুদ্ধারে অগ্রসর হবেন ।

ABOUT THE AUTHOR

...view details