ওয়াশিংটন, 20 জানুয়ারি : অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস ৷ অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস তৈরি করলেন তিনি ৷
কমলা হ্যারিস ৷ 56 বছরের মহিলা ৷ ক্যালিফোর্নিয়ার সেনেটর ৷ তাছাড়া প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন । অ্যামেরিকার ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন ৷
হ্যারিসের বাবা জ্যামাইকার বাসিন্দা ছিলেন ৷ আর মা ছিলেন ভারতীয় ৷ তিনি একজন প্রোসিকিউটারও ৷ তিনি প্রচারের সময় যেভাবে ট্রাম্পের নিয়োগ নীতি ও আদালতে মনোনীত নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তা থেকেই তিনি ডেমোক্র্যাট তারকা হয়ে যান ৷ ডেমোক্র্যাটরা আশা করেছিলেন প্রার্থী হিসেবে তাঁর এই ঐতিহাসিক বিষয়টি আফ্রিকান অ্যামেরিকান ও তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে ৷ যা কাজে লাগবে, যেহেতু এই ভোটাররাই বাইডেনের প্রতি খানিক অনীহা প্রকাশ করেছিলেন ৷