পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোভিড-19-এর উৎস নিয়ে চিনকে আরও স্বচ্ছ হওয়ার বার্তা বাইডেনের

আন্তর্জাতিক নিয়ম মেনে চিনকে আরও স্বচ্ছ হওয়ার কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো-বাইডেন ৷ রবিবার জি-7 বৈঠকে হংকং আর ঝিনজিয়াং প্রদেশের মানুষের উপর চিনের অত্যাচারের প্রসঙ্গও তোলা হয় ৷

প্রেসিডেন্ট জো-বাইডেন
প্রেসিডেন্ট জো-বাইডেন

By

Published : Jun 15, 2021, 9:50 AM IST

ওয়াশিংটন (আমেরিকা), 15 জুন : চিনকে কোভিড-19-এর উৎস বিষয়ে আরও স্বচ্ছ হতে হবে বলে মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ ব্রিটেনে জি-7 বৈঠকে তিনি সাংবাদিকদের বলেন, "আমার মনে হয় মানবাধিকার আর স্বচ্ছতা বিষয়ে আন্তর্জাতিক নিয়মগুলি মেনে চিনের আরও দায়িত্বপূর্ণ ভাবে কাজ করা উচিত ৷ সবার কাছে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ ৷"

আরও পড়ুন : Vaccine for Children : পরীক্ষা শেষ, শিশুদের জন্য নাজ়াল স্প্রে ভ্যাকসিন আনছে রাশিয়া

এই প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন আরও জানান যে, চিনের ওই ল্যাবরেটরিতে গিয়ে গবেষণা করার সুযোগ নেই আমেরিকার ৷ এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিও নিশ্চিত ভাবে জানাতে পারেনি যে, এই ভাইরাসের উৎপত্তি চিনের কোনও বাদুড়ের মাংস বিক্রির বাজার থেকে নাকি অন্য কোনও প্রাণী থেকে অথবা ল্যাবরেটরিতে কোনও গবেষণা থেকে হয়েছে কি না ৷ ভবিষ্যতে বিশ্বে এরকম প্যানডেমিক প্রতিরোধে একটা পরিচ্ছন্ন মানসিকতা অবশ্যই প্রয়োজনীয় ৷

চিন প্রসঙ্গে তিনি আরও বলেন, "শেষ বারের জি-7 বৈঠকে চিনের বিষয় উত্থাপন করা হয়নি ৷ কিন্তু এবারে হয়েছে ৷ ঝিনজিয়াং আর হংকংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় এটা পরিষ্কার যে জি-7-এর সবাই এর বিরোধী ৷" রবিবার জি-7 বৈঠকে সব দেশ সময়মতো, স্বচ্ছ, বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত আর বিজ্ঞান-নির্ভর হু-র আহ্বানে কোভিড-19-এর উৎসের অনুসন্ধানে একমত হয় ৷ এই অনুসন্ধানে চিনের বিশেষজ্ঞদের তথ্যও গৃহীত হবে ৷

ABOUT THE AUTHOR

...view details