পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

136 জন যাত্রী নিয়ে নদীতে পড়ল বিমান - Board Skids On Runway

অ্যামেরিকার সেন্ট জন নদীতে পড়ল বোয়িং 737 বিমান । তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছে ।

ছবিটি প্রতীকী

By

Published : May 4, 2019, 9:25 AM IST

মিয়ামি, 4 মে : 136 জন যাত্রী নিয়ে সেন্ট জন নদীতে পড়ল বোয়িং 737 বিমান । দুর্ঘটনাটি অ্যামেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিলের ।

গুয়ান্তানামো বে থেকে টেক অফ করার সময় স্থানীয় সময় রাত 9 টা 40 মিনিট নাগাদ রানওয়ের সীমানায় সেন্ট জন নদীতে পড়ে যায় বিমানটি । তবে বিমানটি ডুবে যায়নি। সেটি জলে ভাসছিল । যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে।

নদীতে বিমানের জ্বালানি ছড়িয়ে যাতে দূষন না হয় তা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশাসন। কিউবা থেকে আসছিল বিমানটি।

ABOUT THE AUTHOR

...view details