পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bill Gates: বিলাসী বিয়ে জেনিফারের, মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করলেন বিল গেটস - জেনিফার গেটস

অশ্বারোহী অলিম্পিয়ান নায়েল নাসারের সঙ্গে বিয়ে হল বিল ও মেলিন্ডা গেটসের বড় মেয়ে জেনিফারের (Jennifer Gates)৷ মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করেছেন বিল গেটস (Bill Gates)৷

bill-gates-daughter-jennifer-gates-weds-olympian-nayel-nassar
বিলাসী বিয়ে জেনিফারের, মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করলেন বিল গেটস

By

Published : Oct 19, 2021, 3:25 PM IST

নিউ ইয়র্ক, 19 অক্টোবর: শ্বশুর হলেন বিল গেটস (Bill Gates)৷ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার বড় মেয়ে জেনিফার গেটস (Jennifer Gates) শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইজিপ্টের অশ্বারোহী অলিম্পিয়ান নায়েল নাসারের সঙ্গে ৷ নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টারে জেনিফারের 142 একরের ফার্ম হাউসে তাঁদের বিয়ে হয় ৷ মেয়ে-জামাইয়ের ছবি পোস্ট করেছেন স্বয়ং বিল গেটস ৷

টুইটারে সেই ছবি পোস্ট করে বিল লিখেছেন, "জেন ও নায়েল, তোমাদের বিয়ের দিনে তোমাদের আনন্দে পরিপূর্ণ হতে দেখে আমি কতটা খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব ৷ তোমরা এখনও পর্যন্ত জীবনে যা যা করেছো এবং ভবিষ্যতে একসঙ্গে যা যা করবে, তার জন্য আমি খুবই গর্বিত ৷"

25 বছরের জেনিফার গেটস মেডিক্যালের ছাত্রী ৷ নিউ ইয়র্ক সিটির মাউন্স সিনাইতে ইকান স্কুল অফ মেডিসিনে তিনি পড়ছেন ৷ তাঁর হাবি নায়েল ইজিপশিয়ান-আমেরিকান ৷ 2020 সালের সামার অলিম্পিকসে ইজিপ্টের অশ্বারোহী হিসেবে তিনি একটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন ৷ তবে পদক জিততে পারেননি ৷ নায়েলের জন্ম শিকাগোতে ৷ তিনি ও জেনিফার দুজনেই স্নাতক হন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ৷

আরও পড়ুন:White House fellow : হোয়াইট হাউজের জেন্ডার পলিসি কাউন্সিলে বাঙালি জয়

গত মে মাসে 27 বছরের বিবাহিত জীবনে ইতি টেনে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন জেনিফারের বাবা-মা বিল ও মেলিন্ডা গেটস ৷ জেনিফার ছাড়াও তাঁদের আরও দুই সন্তান রয়েছে ৷ মেলিন্ডাও তাঁর মেয়ের বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "গত সপ্তাহান্তে জেনিফার ও নায়েলের ভালোবাসার সেলিব্রেশনে দারুণ আনন্দ করেছি ৷"

আরও পড়ুন :Ravi Chaudhary: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সেনায় ছিলেন দাদু, এবার খাস পেন্টাগনের অন্দরে ভারতীয় রবি

বিয়েতে জেনিফার পরেছিলেন কাস্টম-ডিজাইনের ভেরা ওয়াং লেস বিয়ের গাউন ও লম্বা ভেইল ৷ নায়েলকে দেখা গিয়েছে কালো টাক্সেডো ও সাদা শার্টে ৷ ছিল একটি বোটাই-ও ৷ বিল গেটস পরেছিলেন একটি ডার্ক সুট ও মেলিন্ডার পরনে ছিল বেগুনি গাউন ৷ বিলাসবহুল বিয়েতে আমন্ত্রিত ছিলেন 300 জন ৷

আরও পড়ুন:Puja Parikrama : থিমের দুর্গোৎসবে মাতলেন নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিরা

ABOUT THE AUTHOR

...view details