ওয়াশিংটন, 20 ফেব্রুয়ারি:ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রবিবার জাতীয় নিরাপত্তা পরিষদের (Biden to hold meeting of National Security Council) সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Biden to hold meeting on Ukraine) ৷ হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে ৷
শনিবার একটি বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, "ইউক্রেনের পরিস্থিতির উপর নজর রাখছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ সেখানে প্রতিদিন কী ঘটছে, তাঁর জাতীয় নিরাপত্তা দলের থেকে সর্বদা তার আপডেট রাখছেন তিনি ৷ সেই দলই জানিয়েছে, রাশিয়া যে কোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলা চালাতে পারে ৷"
হোয়াইট হাউস সূত্রে খবর, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের থেকে ইতিমধ্যেই আপডেট এসে পৌঁছেছে বাইডেনের কাছে (Biden to hold National Security Council meeting on Ukraine) ৷ সেই কনফারেন্সে হাজির ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেস্কি ৷ সাদা বাড়ির প্রেস সেক্রেটারি জানিয়েছেন, "আগামিকাল প্রেসিডেন্ট ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন ৷" রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ (Russian invasion) চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ কিয়েভ ও পশ্চিমি দেশগুলির ৷