নিউ ইয়র্ক, 16 সেপ্টেম্বর : বিশ্বে 100 জন প্রভাবশালীর মধ্যে একজন তৃণমূলনেত্রী ৷ হ্যাঁ, বুধবার টাইম ম্যাগাজিনের (TIME magazine) 'দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2021'-এ ('The 100 Most Influential People of 2021') এ বছরের দুনিয়ার তাবড় প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশিত হয়েছে ৷ আর সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden), ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Vice President Kamala Harris) নামের সঙ্গে নিজের জায়গা করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ নাম রয়েছে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister of India) নরেন্দ্র মোদিরও (Narendra Modi) ৷ তবে দুই বিরোধী শিবিরের নেতার সম্পর্কে দু'টি বিপরীত মতামত প্রকাশিত হয়েছে ৷
30 সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনের আগে বাংলা তথা দেশের "স্ট্রিট ফাইটার" মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশেষ পাওনা ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে লিখেছেন সাংবাদিক বরখা দত্ত (Barkha Dutt) ৷
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা দল
তিনি লিখেছেন, পায়ে চিরপরিচিত রাবারের হাওয়াই চটি এবং সাদা শাড়ি পরিহিতা মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভারতের রাজনীতির নির্ভীক মুখ ৷ 2 মে বিধানসভা নির্বাচনে তাঁর দল জেতার পর মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন ৷ তিনি বিস্তারবাদে বিশ্বাসী এবং এককথায় অপরাজেয় ৷ প্রধানমন্ত্রী তথা কেন্দ্রে শাসকদল বিজেপির লোকবল এবং অর্থবলের বিরুদ্ধে একা দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি ৷ ভারতীয় রাজনীতিতে অন্য অনেক মহিলা নেত্রীদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও কারওর স্ত্রী, মা, মেয়ে কিংবা সঙ্গী হিসেবে পরিচয় দিতে হয়নি ৷ নিজের সংগ্রামী জীবনে পরিবার সামলাতে দুধ বিক্রি থেকে শুরু করে স্টেনোগ্রাফারের কাজও করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না, তিনি নিজেই একটা দল ৷ পুরুষতান্ত্রিক সমাজে তাঁর লড়াকু মানসিকতা এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে ৷ জাতীয় স্তরে মোদিকে হারাতে যদি কোনও জোট বাঁধতে হয়, তাহলে মমতাই তাঁর প্রধান মুখ ৷ তিনি একজন 'স্ট্রিট ফাইটার' ৷