হায়দরাবাদ, 16 মে : বিশ্বজুড়ে রাজত্ব বাড়িয়ে চলেছে কোরোনা । ফলে বিভিন্ন দেশ জর্জরিত হয়ে পড়েছে । তবে, এই মহামারী একটা জিনিস স্পষ্ট করেছে । আর তা হল মানসিক চিকিৎসা পরিষেবায় বিনিয়োগের পরিমাণ দ্রুত বৃদ্ধির প্রয়োজন । অন্যথা আগামীদিনে মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বিপদ ঘনিয়ে আসবে । রাষ্ট্রসংঘের তরফে একথা বলা হয়েছে । WHO-র ডিরেক্টর জেনেরাল টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস বলেন, "এই মহমারীর যে প্রভাব মানুষের মানসিক স্বাস্থ্যের উপর পড়েছে তা অত্যন্ত উদ্বেগজনক । একদিকে বেকারত্ব ও আয়ের ঘাটতি । তার উপর সোশাল আইসোলেশন, সংক্রমণের ভয় ও পরিবারের সদস্যদের মৃত্যু । সবমিলিয়ে মানুষ অত্যন্ত উদ্বিগ্ন ।"
রিপোর্টেও দেখা যাচ্ছে যে, বিভিন্ন দেশে মানসিক অবসাদ ও আতঙ্কের লক্ষণ বৃদ্ধি পেয়েছে । কাজের চাপ থেকে শুরু করে জীবন-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া ও সংক্রমণের আশঙ্কা-সহ একাধিক কারণে তা প্রভাবিত । শিশু ও কিশোরদের জীবনও অত্যন্ত বিপদে রয়েছে । মহিলাদের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু বিপদ রয়েছে । বিশেষত যেসব মহিলা হোম স্কুলিংয়ের সঙ্গে যুক্ত, ওয়ার্ক ফ্রম হোম করছেন, বাড়ির কাজ করছেন । যেসব বয়স্কর আগে থেকেই মানসিক কিছু সমস্যা রয়েছে তাঁরাও যথেষ্ট বিপদের মধ্যে রয়েছেন ।