পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আলাস্কার কাছে তীব্র ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি - Tsunami

সোমবার কিং কোভের আলাস্কা উপদ্বীপের কাছে ভূমিকম্পটি অনুভূত হয় । জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছে , কম জনবহুল আলাস্কা উপদ্বীপ-সহ অ্যামেরিকার দক্ষিণ উপকূলে সুনামির সতর্কতা জারি হয়েছে ।

Earthquake
ছবিটির প্রতীকী

By

Published : Oct 20, 2020, 8:19 AM IST

লস অ্যাঞ্জেলেস , 20 অক্টোবর : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা উপকূল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 7.5 । এর মূল কেন্দ্র ছিল 40 কিমি গভীরে । এর জেরে কেন্দ্র থেকে 100 কিমি দূরে অবস্থিত স্যান্ড পয়েন্টের কাছাকাছি শহরে দুই ফুট সুনামির ঢেউ দেখা গিয়েছিল । তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

সোমবার কিং কোভের আলাস্কা উপদ্বীপের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল । জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন জানিয়েছে , কম জনবহুল আলাস্কা উপদ্বীপ-সহ অ্যামেরিকার দক্ষিণ উপকূলে সুনামির সতর্কতা জারি হয়েছে । এখানকার বাসিন্দাদের ইতিমধ্যেই উঁচু স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে ।

তিনমাস আগেই আলাস্কার কাছাকাছি 7.8 মাত্রায় ভূ-কম্পন অনুভূত হয়েছিল । এরপর আবার গতকাল ওই এলাকার কাছাকাছি ফের কম্পন অনুভূত হয় । এর আগে 1964 সালে উত্তর অ্যামেরিকায় জোরালো ভূমিকম্প হয়েছিল । রিখটার স্কেলে তার মাত্রা ছিল 9.2 । যা উত্তর অ্যামেরিকায় রেকর্ড । সুনামির ঢেউ আছড়ে পড়েছিল । ভূমিকম্প ও সুনামিতে 250 জন মারা গিয়েছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details