বোলপুর, 22 ডিসেম্বর : বোলপুরে যার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন অমিত শাহ, সেই বাউল শিল্পীর মেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বোলপুরে দলীয় কার্যালয়ে বাউল শিল্পী বাসুদেব দাস সহ তাঁর ছেলে ও মেয়েকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত। "আমার বাড়িতে খেয়ে গেলেও আমার দুঃখের কথা শুনতে চাইনি অমিত শাহ", অনুব্রতর পাশে বসে আক্ষেপ করলেন বাসুদেব দাস বাউল।
20 ডিসেম্বর বোলপুর সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তিনিকেতনের সুভাষপল্লিতে বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহসহ এক ঝাঁক বিজেপি নেতা। অমিত শাহকে গান শুনিয়ে, রান্না করে খাওয়ানোর পর এবার তাঁকে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি।
28 ডিসেম্বর বোলপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পরে 29 ডিসেম্বর বোলপুর ডাকবাংলা মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গাতেই রোড শো করে গেছেন অমিত শাহ। এদিন বোলপুরে তৃণমূল কার্যালয়ে এসেছিলেন বাসুদেব দাস বাউল ও তাঁর দুই সন্তান। বিভিন্ন সমস্যার কথা অনুব্রত মণ্ডলকে জানান তিনি।