লখনউ, 24 অগস্ট:এবার বলিউডের ভাইজান সলমনের 'হামশকল' তথা বিগ ফ্যান আজম আনসারির(Salman Khan Doppelganger Azam Ansari) বিরুদ্ধে মামলা দায়ের করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ৷ রেল লাইনে শুয়ে রিল ভিডিয়ো বানাতে গিয়েই এই বিপত্তি ৷ তাঁর ইনস্টাগ্রামে সলমনের বিভিন্ন গানের সঙ্গে নাচের ভিডিয়ো পোস্ট করেন আজম ৷ এবারও লখনৌয়ের দালিগঞ্জ স্টেশনের রেলওয়ে ট্র্যাকের ওপর শুয়ে ভিডিয়ো বানাচ্ছিলেন তিনি(Salman Khan doppelganger booked ) ৷
সলমনের বিখ্য়াত ছবি 'তেরে নাম'-এর টাইটেল ট্র্যাকের সঙ্গেই এদিন রিল তৈরি করছিলেন তিনি ৷ ভিডিয়োতে দেখা যায়, খালি গায়ে রেল লাইনের ওপর শুয়ে আছেন আজম ৷ হাতে ধরা জ্বলন্ত সিগারেট ৷ তাঁর অন্যান্য রিল ভিডিয়োর মতই এবারও সলমনের গানেরই একটি রিমেক করার চেষ্টা করছিলেন আজম (Salman Khan Doppelganger )৷
এই উদ্ভট কাজের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আরপিএফ ৷ একইসঙ্গে এই ঘটনাটি টুইটের মাধ্য়মে সকলকে জানিয়ে তাঁদেরও সচেতন করে দেওয়া হয়েছে আরপিএফ তরফে ৷ লখনউয়ে আরপিএফের পরিদর্শক সুরেশ কুমার জানান, অভিযুক্তের বিরুদ্ধে রেল আইনের 147, 145 এবং 167 ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁকে শীঘ্রই গ্রেফতার করা হবে (FIR against Salman Khan doppelganger)৷