কলকাতা, 27 সেপ্টেম্বর: দেবীপক্ষ শুরুহয়েছে দু'দিন আগেই । তাই দিকে দিকে সমাজের বাস্তব দেবীদের নানাভাবে সম্মান জানাতে তৎপর বিভিন্ন সংগঠন । বাস্তব দেবীদের কাছ থেকে তাঁদের বহুমুখী প্রতিকূলতার বিরুদ্বে লড়াই করে উঠে দাঁড়ানোর গল্প শুনল 'উই মেক আজ' নিবেদিত 'অপরাজিতা' । দ্বিতীয় বর্ষে 'অপরাজিতা' নারী ক্ষমতায়নের গল্প শোনাল এক সুন্দর সন্ধ্যায় (Shruti Das in Aparajita)।
সেখানে উপস্থিত ছিলেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক ঝাঁক মহিলা উদ্যোগপতি ৷ তাঁরা শোনালেন তাঁদের কণ্টকময় পথ থেকে সংগ্রাম করে সফল হয়ে ওঠার রোমহর্ষক কাহিনি। প্রখ্যাত ইউটিউবার স্নেহা-দেবজিতের গল্পের পাশাপাশি এদিন গায়ের রঙ কালো হওয়ার দরুণ কী কী কটুকথা শুনতে হয় অভিনেত্রী শ্রুতি দাসকে তাও শোনালেন তিনি। শ্রুতি দাস বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী । 'ত্রিনয়নী' এবং 'দেশের মাটি' ধারাবাহিকে নজরকাড়া অভিনয়ের জন্য খ্যাতি পান তিনি(Shruti Das in Aparajita Two) ।
গায়ের শ্যামলা রঙের জন্য এহেন শ্রুতিকে সামাজিক মাধ্যমে অনেক কটূকথা শুনতে হয় । সম্প্রতি এক বিনোদন চ্যানেলের মহালয়ার অনু্ষ্ঠানে কালী রূপে দেখা গিয়েছে অভিনেত্রীকে । তা নিয়েও বাঁধে শোরগোল । অনেকের মতে, শ্রুতির গায়ের রঙ কালো বলে মেক আপের খরচ কমানোর জন্য চ্যানেল অভিনেত্রীকেই বেছে নিয়েছেন কালী হিসেবে । এরও যোগ্য জবাব দেন শ্রুতি । তাঁর দিকে ছোঁড়া কুমন্তব্য মেনে এতটুকুও মেনে নেননি অভিনেত্রী । এহেন শ্রুতি এবার সম্মানিত 'অপরাজিতা'র দ্বিতীয় পর্বে (Shruti Das and others got awarded )।
আরও পড়ুন:শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
উদ্যোক্তা 'উই মেক আজ'-এর তরফে মধুরিমা সরকার বলেন, " মহিলা ক্ষমতায়নের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন সমাজ সেবা চলছে অনেকদিন থেকেই গত বছরে যাত্রা শুরু হয় আমাদের তরফে অপরাজিতার । এবার দ্বিতীয় বর্ষ । ফের সম্মানিত হলেন সমাজের লড়াকু বিজয়িনীরা ।" অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল এই সময়ের জনপ্রিয় ওয়েব সিরিজ 'খোলাম কুচি'র শিল্পীদের সঙ্গে জমজমাট আড্ডা । উপস্থিত ছিলেন পরিচালক সৌরভ পালোধি, অভিনেতা অনির্বাণ সেনগুপ্ত এবং তারিশি । সবশেষে, "তখনও তোমার সাথে হয়নি আলাপ" খ্যাত, দেবদীপের গানে জমে উঠেছিল এই ব্যতিক্রমী সন্ধ্যা ।