কলকাতা, 7 অক্টোবর: এ বছরের পুজো ভালোয় ভালোয় মিটল । পুজো উদ্বোধন থেকে সিঁদুর খেলা চরম ব্যস্ততায় কেটে গেল সেলেব তকমাধারীদের শারদোৎসব । তবে, বাংলা বিনোদন চ্যানেলের পুজো শেষ হয়নি এখনও । বরং শুরু হল । যেমন 'সাহেবের চিঠি', 'গাঁটছড়া' ধারাবাহিকে শুরু হয়েছে পুজোর তোরজোর । সুতরাং টিভির দৌলতে বাঙালির শারদোৎসব এখনও চলছে এবং চলবে । পাশাপাশি নানান সাজে ভক্তদের বিজয়ার প্রীতি ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন তারকারা । তাঁদেরই একজন রুকমা রায় (Rooqma Roy wishes her fans for Vijaya)।
'লালকুঠি' ধারাবাহিকে জিনি বা অনামিকার চরিত্রে অভিনয় করছেন রুকমা । এই মুহূর্তে হাসপাতালে ভর্তি জিনি বা অনামিকা । হাসপাতালের ডাক্তার, নার্সরা ছাড়াও তার দেখভাল করছে তার স্বামী বিক্রম । এহেন রুকমা তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তাঁর শান্ত-স্নিগ্ধ মুডের ছবি । লাল পাড় সাদা লিনেন শাড়িতে ধরা দিলেন রুকমা । পরনে লালের উপর সাদা সুতোর এম্ব্রয়ডারির কাজ করা ব্লাউজ । ভারী গয়না আর মাথাভর্তি সিঁদুরে ঠিক যেন লক্ষ্মীমন্ত বউ (Rooqma Roy New Look)।