পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rooqma Roy: লাল পাড় সাদা শাড়িতে বিজয়ার শুভেচ্ছাবার্তা 'লালকুঠি'র অনামিকার - Rooqma Roy New Serial

নানান সাজে ভক্তদের বিজয়ার প্রীতি ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন তারকারা (Rooqma Roy wishes her fans for Vijaya )। তাঁদেরই একজন রুকমা রায় ৷ লাল পাড় সাদা লিনেন শাড়িতে ধরা দিলেন রুকমা ।

Rooqma Roy
লাল পাড় সাদা শাড়িতে দশমীর শুভেচ্ছাবার্তা 'লালকুঠি'র অনামিকার

By

Published : Oct 7, 2022, 4:46 PM IST

কলকাতা, 7 অক্টোবর: এ বছরের পুজো ভালোয় ভালোয় মিটল । পুজো উদ্বোধন থেকে সিঁদুর খেলা চরম ব্যস্ততায় কেটে গেল সেলেব তকমাধারীদের শারদোৎসব । তবে, বাংলা বিনোদন চ্যানেলের পুজো শেষ হয়নি এখনও । বরং শুরু হল । যেমন 'সাহেবের চিঠি', 'গাঁটছড়া' ধারাবাহিকে শুরু হয়েছে পুজোর তোরজোর । সুতরাং টিভির দৌলতে বাঙালির শারদোৎসব এখনও চলছে এবং চলবে । পাশাপাশি নানান সাজে ভক্তদের বিজয়ার প্রীতি ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন তারকারা । তাঁদেরই একজন রুকমা রায় (Rooqma Roy wishes her fans for Vijaya)।

'লালকুঠি' ধারাবাহিকে জিনি বা অনামিকার চরিত্রে অভিনয় করছেন রুকমা । এই মুহূর্তে হাসপাতালে ভর্তি জিনি বা অনামিকা । হাসপাতালের ডাক্তার, নার্সরা ছাড়াও তার দেখভাল করছে তার স্বামী বিক্রম । এহেন রুকমা তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তাঁর শান্ত-স্নিগ্ধ মুডের ছবি । লাল পাড় সাদা লিনেন শাড়িতে ধরা দিলেন রুকমা । পরনে লালের উপর সাদা সুতোর এম্ব্রয়ডারির কাজ করা ব্লাউজ । ভারী গয়না আর মাথাভর্তি সিঁদুরে ঠিক যেন লক্ষ্মীমন্ত বউ (Rooqma Roy New Look)।

প্রসঙ্গত, রুকমা বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা (Rooqma Roy New Serial) । নেগেটিভ রোল হোক বা পজিটিভ সবেই দুর্দান্ত তিনি । রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কেমেস্ট্রি 'দেশের মাটি' ধারাবাহিকের সময় থেকেই সাড়া ফেলেছে । আর এখন 'লালকুঠি'তেও তাঁদের প্রেম বহুচর্চিত ।

আরও পড়ুন:'এটা আজও আমায় কষ্ট দেয়', হলিউডের বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন দীপিকা

অনামিকাই আসলে বিক্রমের বাল্যবন্ধু জিনি । যাকে চিনি চিনি করেও চিনতে পারে না বিক্রম । তবে, ধারাবাহিকের গল্প এখন যেদিকে এগোচ্ছে তাতে বিক্রম ধরে ফেলেছে যে অনামিকাই আসল জিনি । এরপর কী হয় সেটাই দেখার । তবে, রুকমা যে বাংলা টেলিভিশনে তাঁর পাকাপাকি বন্দোবস্ত করে ফেলেছে তা বলাই বাহুল্য ।

ABOUT THE AUTHOR

...view details