পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Song on Independence Day: স্বাধীনতা দিবসের আবহে হাজির দেশাত্মবোধক গান 'ইয়ে দেশ'

Yeh Desh Song on Independence Day: 'ইটারনাল সাউন্ডস'-এর দেশাত্মবোধক এবং প্রাণবন্ত গান 'ইয়ে দেশ' ৷ স্বাধীনতা দিবসের আবহে গতকাল, মুক্তি পেয়েছে ইয়ে দেশ ৷ গানে তুলে ধরা হয়েছে ভারতকে। শিল্পীদের তালিকাও নজরকাড়া।

New Song on Independence Day
দেশাত্মবোধক গান ইয়ে দেশ

By

Published : Aug 15, 2023, 2:21 PM IST

কলকাতা, 15 অগস্ট:দেশাত্মবোধক গানের সম্ভার বেড়েই চলে। প্রতি বছরেই নতুন নতুন গান নিয়ে হাজির হন শিল্পীরা। ঠিক যেভাবে চলতি বছরে স্বাধীনতা দিবস উপলক্ষে, গৌরাঙ্গ জালান, উৎসব পারেখ, মায়াঙ্ক জালান এবং বিক্রম ঘোষের সমন্বয়ে গঠিত সংস্থা 'ইটারনাল সাউন্ডস' একটি চমৎকার অনুপ্রেরণামূলক গান প্রকাশ করেছে। 'ইয়ে দেশ' শীর্ষক গানটি বিক্রম ঘোষ রচিত। স্বাধীনতা দিবসের গান 'ইয়ে দেশ'। দেশ আর দেশের ঐক্য, সম্প্রতি আর বিশ্বগুরু হওয়ার বার্তা দেওয়া হয়েছে গানের মধ্যে।

'ইয়ে দেশ' শুধুই একটা গান নয়। স্বাধীনতার গল্প। সেই উত্তরণের গল্প। যেখানে এদেশের সঙ্গীত জগতের দিকপালরা যেমন আছেন, একইরকম ভাবে আছেন নতুন প্রজন্মের শিল্পীরাও। গান শুনলেই বোঝা যাবে ঠিক কতটা প্রাণসঞ্চার হতে পারে এই গানে। এ দেশের বেশ কিছু শিল্পী এই ট্র্যাকে গান গেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হরিহরণ, শান, রিচা শর্মা, মহালক্ষ্মী আইয়ার, কবিতা শেঠ। তাঁদের সঙ্গে গলা মিলিয়েছেন এ দেশের সেরা কিছু তরুণ প্রতিভাবান গায়ক ৷ তাঁরা ইন্ডিয়ান আইডলের বিভিন্ন সিজনে অংশ নিয়েছিলেন।

সবমিলিয়ে নবীন আর প্রবীণদের মেলবন্ধন রয়েছে এই গানে। এই গানটিকে অলংকৃত করেছেন খ্যাতনামা যন্ত্রশিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, রাজেশ বৈদ্য, পূর্বায়ন চট্টোপাধ্যায় এবং বিক্রম ঘোষ স্বয়ং। বিক্রম ঘোষ বলেন, "এই গানটি আমাদের দেশের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। গানটি আমাদের দেশের সম্বন্ধে পূর্ণ বিবরণ দিয়ে তার ঐতিহ্য ব্যক্ত করেছে। আর তার ফলে ইতিমধ্যেই গানটি প্রচুর প্রশংসা অর্জন করেছে।"

তিনি আরও বলেন, "গানটি সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন সুতপা বসু। তাঁর সঙ্গে অন্যান্য শিল্পীরাও নিজেদের অবদান রেখেছেন। একটি সুন্দর ভিডিয়োর মাধ্যমে এই গানটিকে পরিবেশন করেছেন ইন্দ্রজিৎ নট্টোজি। রঙিন ভিডিয়ো এবং অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টিকে আরও মনোমুগ্ধকর করে তোলা হয়েছে। আমরা আশা করি সমগ্র দেশ এবং সারা বিশ্বে বসবাসকারী সমস্ত ভারতীয়রা আমাদের এই গানটি পছন্দ করবেন।" ইয়ে দেশ গানটি পাওয়া যাবে এই লিঙ্কে- https://www.youtube.com/watch?v=ckMToar-AN8

আরও পড়ুন:নাচে-গানে স্বাধীনতা দিবস উদযাপন ডোনা গঙ্গোপাধ্যায়ের 'দীক্ষামঞ্জরী'র

ABOUT THE AUTHOR

...view details