কলকাতা, 15 অগস্ট:দেশাত্মবোধক গানের সম্ভার বেড়েই চলে। প্রতি বছরেই নতুন নতুন গান নিয়ে হাজির হন শিল্পীরা। ঠিক যেভাবে চলতি বছরে স্বাধীনতা দিবস উপলক্ষে, গৌরাঙ্গ জালান, উৎসব পারেখ, মায়াঙ্ক জালান এবং বিক্রম ঘোষের সমন্বয়ে গঠিত সংস্থা 'ইটারনাল সাউন্ডস' একটি চমৎকার অনুপ্রেরণামূলক গান প্রকাশ করেছে। 'ইয়ে দেশ' শীর্ষক গানটি বিক্রম ঘোষ রচিত। স্বাধীনতা দিবসের গান 'ইয়ে দেশ'। দেশ আর দেশের ঐক্য, সম্প্রতি আর বিশ্বগুরু হওয়ার বার্তা দেওয়া হয়েছে গানের মধ্যে।
'ইয়ে দেশ' শুধুই একটা গান নয়। স্বাধীনতার গল্প। সেই উত্তরণের গল্প। যেখানে এদেশের সঙ্গীত জগতের দিকপালরা যেমন আছেন, একইরকম ভাবে আছেন নতুন প্রজন্মের শিল্পীরাও। গান শুনলেই বোঝা যাবে ঠিক কতটা প্রাণসঞ্চার হতে পারে এই গানে। এ দেশের বেশ কিছু শিল্পী এই ট্র্যাকে গান গেয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হরিহরণ, শান, রিচা শর্মা, মহালক্ষ্মী আইয়ার, কবিতা শেঠ। তাঁদের সঙ্গে গলা মিলিয়েছেন এ দেশের সেরা কিছু তরুণ প্রতিভাবান গায়ক ৷ তাঁরা ইন্ডিয়ান আইডলের বিভিন্ন সিজনে অংশ নিয়েছিলেন।