মুম্বই, 1 এপ্রিল : বাপ্পি লাহিড়ির প্রয়াণ বাংলা তথা সারা ভারত ব্যাপী গানের জগতে অপূরণীয় ক্ষতি ৷ তাঁর একের পর এক হিট গান যা মনে গেঁথে আছে তারই অনুরনন আজও বেজে চলেছে শ্রোতাদের কানে ৷ এরই মাঝে সামনে এল ডিস্কো কিংয়ের নাতি রেগো বি-র নতুন গান ৷ তাঁর হাতেখড়ি অবশ্য আগেই হয়েছিল দাদু বাপ্পি লাহিড়ির হাত ধরেই ৷ দাদুকে সঙ্গেই সামনে এসেছিল রেগো-র প্রথম গান 'বাচ্চা পার্টি চালু হ্যায়' ৷ 'বিগ বস 15'-তে এসে সেই গানের প্রমোশনও করেছিলেন সকলের প্রিয় বাপ্পিদা ৷
ডিস্কো কিংয়ের নাতি রেগো বির (সাত্ত্বিক বনসল) সেই গান শুনেছিলেন লাখ লাখ মানুষ ৷ ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ পেয়েছিল সেই গান ৷ এবার দাদু প্রয়াণের পর নিজের আরেকটি নতুন ভিডিয়ো অ্যালবাম নিয়ে হাজির হয়েছে ছোট্ট রেগো ৷ গানের নাম 'কাল ছুট্টি হ্যায়'(Rego B New Song Kal Chutti Hai) ৷ সারেগামার সঙ্গে এটা ছিল রেগোর দ্বিতীয় কাজ ৷ ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই এখন তুমুল জনপ্রিয় 'র্যাপিং' ৷ এখানে রেগোও বেছে নিয়েছে এই র্যাপকেই ৷ নতুন এই গানের কথা লিখেছেন অভিনব নাগর ৷ আর কম্পোজ করেছেন সমীর ট্যান্ডন ৷