পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Madan Mitra Controversy: টাকা হাতে মদনের পাশে সুন্দরী, বাথটবে অচৈতন্য মৌবনী ! কেসটা কী ? - মদন মিত্র

রাজকীয় চেয়ারে বসে মদন মিত্র ৷ পাশে টাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন এক সুন্দরী মহিলা ৷ অন্যদিকে বাথটবে অচৈতন্য অবস্থায় শুয়ে অভিনেত্রী মৌবনী সরকার ৷ সেখানেই বসে কারি কারি টাকা ৷ দুইয়ে দুয়ে চার করে বিতর্ক শুরু হতেই এর সঙ্গে নাম জড়াল নচিকেতার ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 14, 2023, 5:51 PM IST

Updated : Jun 14, 2023, 8:03 PM IST

আসানসোল, 14 জুন: ইডি অভিযানে কোটি কোটি টাকা উদ্ধারের ছবি এখনও টাটকা মানুষের মনে ৷ বিভিন্ন রাজনৈতিক নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে কুবেরের ধন উদ্ধারের সেই দৃশ্য এখনও ফিকে হয়ে যায়নি ৷ রাজ্যের শাসকদলের নেতা, তাদের অনুগামী, বান্ধবীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল বিভিন্ন মহলে ৷ দিকে দিকে একটাই গুঞ্জন উঠেছিল, এত টাকা কোথা থেকে এল ? সেই বিতর্কই আবার চাগাড় দিয়ে উঠেছে বিজেপি নেতা সজল ঘোষের একটি ভিডিও পোস্টে ৷

রাজকীয় চেয়ারে বসে আছেন মদন মিত্র ৷ শাসকদলের রঙিন নেতার পাশে টাকা হাতে এক সুন্দরী ৷ মদনের এরকম ছবি হামেশাই দেখা যায় সোশাল মিডিয়ায় ৷ কিন্তু এবার সঙ্গে টাকা, তাই জোর গুঞ্জন ৷ অন্যদিকে এরপরেই গীতিকার-সুরকার অভিজিৎ পাল সোশাল মিডিয়ায় আরেকটি ছবি পোস্ট করেন ৷ তাতে দেখা যাচ্ছে, মৌবনী সরকারও অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন বাথটবে, চারিদিকে ছড়ানো কারি কারি টাকা ৷ মৌবনীর বাবা পিসি সরকারকে (জুনিয়র) সবাই তৃণমূল বিরোধী বলেই চেনেন ৷ ফলে তাঁর মেয়ে মৌবনী বাথটবে, চারিদিকে টাকা ৷ অন্যদিকে মদন মিত্রের সঙ্গে সুন্দরী, সেখানেও টাকা ৷ যোগসূত্র আছে নাকি দু'টি ঘটনায় ? দু'য়ে দু'য়ে চার করে তোলপাড় শুরু হয়েছিল ফেসবুকে ৷

মুক্তি পেতে চলেছে নচিকেতা চক্রবর্তীর গাওয়া একটি নতুন গান

বিতর্ক যখন চরমে, তখন নিজেই রহস্য উদঘাটন করলেন অভিজিৎ | মদন মিত্রের সঙ্গে টাকা হাতে সুন্দরীর ছবি বা বাথটবে টাকার মাঝে মৌবনী, এসব ছবিতে কোনও বিতর্ক নেই ৷ মুক্তি পেতে চলেছে নচিকেতা চক্রবর্তীর গাওয়া একটি নতুন গান ৷ ওই মিউজিক ভিডিয়োতেই অভিনয় দেখা যাবে মদন মিত্র ও মৌবনী সরকারকে ৷

মিউজিক ভিডিয়োতে অভিনয় দেখা যাবে মদন মিত্র ও মৌবনী সরকারকে

আরও পড়ুন: ভোট শেষে দলীয় কর্মীদের শিক কাবাব খাওয়াব, বললেন মদন

অভিজিৎ পাল ইটিভি ভারতের প্রতিনিধিকে জানিয়েছেন, গানটি তাঁরই লেখা ও সুর ৷ শিরোনাম 'টাকার গান' | গানের কথা খানিকটা এরকম, 'টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি / টাকা ছাড়া আমি যেন মণিহারা ফণী ।' অভিজিতের দাবি, এই গান ব্যাপক সাড়া ফেলবে ৷ নচিকেতাও আগের ফর্মে ফিরে এই গানের রেকর্ডিং করেছেন ৷

বাথটবে অভিনেত্রী মৌবনী সরকার

মদন মিত্রের সঙ্গে নচিকেতার সুসম্পর্কের কথা অনেকেই জানেন ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিজেও তাঁর ফেসবুকে নচিকেতার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন | সেই চিররঙীন 'মদন দা'ই নচিকেতার গাওয়া গানে ফিচার করছেন ৷ ফলে বিষয়টা যে জমে ক্ষীর হবেই, তা বলার অপেক্ষা রাখে না ৷ তবে গান নিয়ে বিশেষ খোলসা করতে চাইলেন না নচিকেতা ৷ গায়ক জানালেন, “গানটা ভালো হয়েছে ৷ বাকি সব চমক রিলিজের পরেই দেখতে পাবেন |”

Last Updated : Jun 14, 2023, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details