আসানসোল, 14 জুন: ইডি অভিযানে কোটি কোটি টাকা উদ্ধারের ছবি এখনও টাটকা মানুষের মনে ৷ বিভিন্ন রাজনৈতিক নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে কুবেরের ধন উদ্ধারের সেই দৃশ্য এখনও ফিকে হয়ে যায়নি ৷ রাজ্যের শাসকদলের নেতা, তাদের অনুগামী, বান্ধবীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছিল বিভিন্ন মহলে ৷ দিকে দিকে একটাই গুঞ্জন উঠেছিল, এত টাকা কোথা থেকে এল ? সেই বিতর্কই আবার চাগাড় দিয়ে উঠেছে বিজেপি নেতা সজল ঘোষের একটি ভিডিও পোস্টে ৷
রাজকীয় চেয়ারে বসে আছেন মদন মিত্র ৷ শাসকদলের রঙিন নেতার পাশে টাকা হাতে এক সুন্দরী ৷ মদনের এরকম ছবি হামেশাই দেখা যায় সোশাল মিডিয়ায় ৷ কিন্তু এবার সঙ্গে টাকা, তাই জোর গুঞ্জন ৷ অন্যদিকে এরপরেই গীতিকার-সুরকার অভিজিৎ পাল সোশাল মিডিয়ায় আরেকটি ছবি পোস্ট করেন ৷ তাতে দেখা যাচ্ছে, মৌবনী সরকারও অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন বাথটবে, চারিদিকে ছড়ানো কারি কারি টাকা ৷ মৌবনীর বাবা পিসি সরকারকে (জুনিয়র) সবাই তৃণমূল বিরোধী বলেই চেনেন ৷ ফলে তাঁর মেয়ে মৌবনী বাথটবে, চারিদিকে টাকা ৷ অন্যদিকে মদন মিত্রের সঙ্গে সুন্দরী, সেখানেও টাকা ৷ যোগসূত্র আছে নাকি দু'টি ঘটনায় ? দু'য়ে দু'য়ে চার করে তোলপাড় শুরু হয়েছিল ফেসবুকে ৷
বিতর্ক যখন চরমে, তখন নিজেই রহস্য উদঘাটন করলেন অভিজিৎ | মদন মিত্রের সঙ্গে টাকা হাতে সুন্দরীর ছবি বা বাথটবে টাকার মাঝে মৌবনী, এসব ছবিতে কোনও বিতর্ক নেই ৷ মুক্তি পেতে চলেছে নচিকেতা চক্রবর্তীর গাওয়া একটি নতুন গান ৷ ওই মিউজিক ভিডিয়োতেই অভিনয় দেখা যাবে মদন মিত্র ও মৌবনী সরকারকে ৷