পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jamaishosthi Special Episode: টেলিভিশনে জামাইষষ্ঠী স্পেশাল হাজির থাকছেন অনীকও - Jamaishosthi Special Episode in TV

আসছে জামাইষষ্ঠী । বাংলা টেলিভিশনেও এই উৎসবে মেতে উঠবে প্রতিবারের মতই । এবারও টিভিতে জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান দেখবেন দর্শকরা (Jamaishosthi Special Episode in TV)। হাজির থাকবেন অনীকও ৷

Jamaishosthi
টেলিভিশনে জামাইষষ্ঠী জমজমাট, বাদ পড়বে না বউমা ষষ্ঠীও

By

Published : Jun 4, 2022, 4:02 PM IST

কলকাতা, 4 জুন : কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ । উৎসব প্রিয় বাঙালি খোঁজে শুধু উৎসবের ছুতো । আর পেয়ে গেলেই তাঁরা মেতে ওঠেন স্বাদে-আহ্লাদে । এরকমই একটি রসে-বশে-স্বাদে-আহ্লাদে সময় কাটানোর দিন হল জামাইষষ্ঠী । বাংলা টেলিভিশনও এই উৎসবে মেতে ওঠা থেকে বিরত থাকে না । এবারও টিভিতে জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান দেখবেন দর্শকরা (Jamaishosthi Special Episode in TV)।

দিনটা জামাইদের । শাশুড়ি মায়ের কাছ থেকে আলাদা খাতির যত্ন পাওয়ার স্বীকৃত দিন । ক্যালন্ডার এবং পঞ্জিকার নির্ঘণ্ট মেনে এই দিন শাশুড়ি মায়েরা মেতে ওঠেন জামাইকে নিয়ে । মেয়ে যাতে জামাইয়ের সঙ্গে সুখে থাকে, মেয়ে যাতে স্বামী-সন্তান নিয়ে সুখী হয় সেই কামনাতেই জামাইষষ্ঠীর আয়োজন করে তামাম বাঙালি শাশুড়িরা । কথিত আছে, মা ষষ্ঠী গর্ভবতী হওয়ার আশীর্বাদ দেন । আর তাই জামাইষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হল মাতৃত্ব এবং বংশবৃদ্ধি ।

আদরের জামাইকে পঞ্চব্যঞ্জনে সাজিয়ে দেওয়া হয় পাত। হলুদ পোলাও, ইলিশ ভাপা, কচি পাঁঠার মাংস, রকমারি মিষ্টি, দই-সন্দেশ সহযোগে দুর্দান্ত ভুরিভোজ সারেন জামাই বাবাজি । বাংলা টেলিভিশনেও জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠানের আয়োজন করেছে এক জনপ্রিয় বিনোদন চ্যানেল । এই অনুষ্ঠানে শামিল হবে দর্শকের প্রিয় চরিত্ররা, যেমন- লালন, ফুলঝুরি, ফড়িং, অভ্র, বিহান ।

আরও পড়ুন : মেরিলিন মনরোর পর উরফি ! আলুর বস্তা দিয়ে টু পিস পোশাক বানালেন অভিনেত্রী

এ ছাড়া ইস্মার্ট জোরিতেও এদিন থাকবে জামাইষষ্ঠী স্পেশাল এপিসোড। অনীক ধরের মা এদিন বউমাষষ্ঠী দেবেন পুত্রবধূ দেবলীনাকে । সব মিলিয়ে জমজমাট হয়ে উঠবে পর্ব । 'জামাইষষ্ঠী জমজমাট' আসছে 12 জুন বিকেল পাঁচটায় এবং 'ইস্মার্ট জোরি'তে জামাইষষ্ঠী স্পেশাল এপিসোড আসছে 5 জুন রাত সাড়ে ন'টায় ।

ABOUT THE AUTHOR

...view details