কলকাতা, 4 জুন : কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ । উৎসব প্রিয় বাঙালি খোঁজে শুধু উৎসবের ছুতো । আর পেয়ে গেলেই তাঁরা মেতে ওঠেন স্বাদে-আহ্লাদে । এরকমই একটি রসে-বশে-স্বাদে-আহ্লাদে সময় কাটানোর দিন হল জামাইষষ্ঠী । বাংলা টেলিভিশনও এই উৎসবে মেতে ওঠা থেকে বিরত থাকে না । এবারও টিভিতে জামাইষষ্ঠী স্পেশাল অনুষ্ঠান দেখবেন দর্শকরা (Jamaishosthi Special Episode in TV)।
দিনটা জামাইদের । শাশুড়ি মায়ের কাছ থেকে আলাদা খাতির যত্ন পাওয়ার স্বীকৃত দিন । ক্যালন্ডার এবং পঞ্জিকার নির্ঘণ্ট মেনে এই দিন শাশুড়ি মায়েরা মেতে ওঠেন জামাইকে নিয়ে । মেয়ে যাতে জামাইয়ের সঙ্গে সুখে থাকে, মেয়ে যাতে স্বামী-সন্তান নিয়ে সুখী হয় সেই কামনাতেই জামাইষষ্ঠীর আয়োজন করে তামাম বাঙালি শাশুড়িরা । কথিত আছে, মা ষষ্ঠী গর্ভবতী হওয়ার আশীর্বাদ দেন । আর তাই জামাইষষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হল মাতৃত্ব এবং বংশবৃদ্ধি ।