পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Will Smith's career at stake: পরপর ছবি হিমঘরে, চড়-কাণ্ডে সংকটে স্মিথের কেরিয়ার ? - উইল স্মিথের কেরিয়ার সংকটে

পরপর ছবি হিমঘরে যাচ্ছে (Oscars slap controversy)৷ অস্কারের মঞ্চে চড়-কাণ্ডে উইল স্মিথের কেরিয়ার (Will Smith's career at stake) এবার সংকটে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে ৷

Will Smith's career at stake after Oscars slap controversy?
পরপর ছবি হিমঘরে, চড়-কাণ্ডে সংকটে স্মিথের কেরিয়ার ?

By

Published : Apr 3, 2022, 11:49 AM IST

ওয়াশিংটন, 3 মার্চ: রসিকতার মোড়কে স্ত্রীর প্রতি অসম্মান মেনে নিতে পারেননি ৷ তাই অস্কারের মঞ্চে উঠে গিয়ে প্রখ্যাত কৌতুকশিল্পী ক্রিস রককে কষিয়ে এক চড় মেরেছিলেন হলিউডের অভিনেতা উইল স্মিথ (Will Smith's career at stake)৷ তার অব্যবহিত পরেই 'কিং রিচার্ড' ফিল্মের জন্য অস্কার জেতেন তিনি ৷ পুরস্কার (Oscars slap controversy) নিতে গিয়ে মঞ্চে উঠে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন ৷ তবে তাতে যে এই বিতর্ক ধামাচাপা পড়বে না তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে ৷ এমনকী এই কাণ্ড অস্কারজয়ী অভিনেতার কেরিয়ারকে বিপাকে ফেলবে বলে মনে করা হচ্ছে ৷

হলিউডের সাংবাদিকরা জানিয়েছেন, চড়-কাণ্ডের পর অন্তত দু‘টি ছবি হাতছাড়া হয়েছে উইল স্মিথের (Oscar news)৷ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সেই দু‘টি ছবিতে সই করলেও, তার কাজ আপাতত স্থগিত রেখেছেন প্রযোজকরা ৷ গত বছর জুলাই মাসে স্মিথের আপকামিং থ্রিলার 'ফাস্ট অ্যান্ড লুস'-এর স্ট্রিমিং-এর কথা ঘোষণা করেছিল নেটফ্লিক্স ৷ সম্প্রতি সেই ছবির স্ট্রিমিং স্থগিত রাখার কথা জানিয়েছে এই স্ট্রিমিং জায়েন্ট ৷ এও খবর রয়েছে যে, অপর স্ট্রিমিং জায়েন্ট সোনিও স্মিথের বহু প্রতীক্ষিত প্রজেক্ট 'ব্যাড বয়েজ 4'-এর স্ট্রিমিং স্থগিত রেখেছে ৷ দিনকয়েক আগেই জানা গিয়েছিল যে, 'ব্যাড বয়েজ'-এর সিক্যুয়েলের জন্য স্মিথকে 40 পাতার চিত্রনাট্য দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন: Will Smith Resigns : প্রথমবার অস্কার জিতেও চড়-বিতর্কে আকাদেমি থেকে ইস্তফা স্মিথের

হলিউডে জোর খবর যে, স্মিথের অন্যান্য ছবিগুলিও উদ্ভুত পরিস্থিতিতে হিমঘরে চলে যেতে পারে ৷ নেটফ্লিক্সের সঙ্গে তাঁর আরও দুটি আপকামিং প্রজেক্ট হল 'দ্য কাউন্সিল' ও 'ব্রাইট 2'৷ সোনির যে ছবিগুলি আটকে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য 'হ্যানকক' ও 'ক্যারাটে কিড'৷ উইল স্মিথের ভক্তরা তাঁর আসন্ন অ্যাপল প্রজেক্ট 'ইম্যানসিপেট'-এর জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ যদিও এর মুক্তির তারিখ এখনও প্রকাশ পায়নি ৷

আরও পড়ুন :Will Smith slaps Chris Rock : অস্কারের মঞ্চে উঠে ক্রিস রককে কষিয়ে চড় উইল স্মিথের, ভিডিয়ো ভাইরাল

ABOUT THE AUTHOR

...view details