কলকাতা: জীবন খাতার নুতন পাতায় আরও একটা বছর যোগ করে যোগ করে ফেললেন পরিচালক-প্রযোজক তথা অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ একসময় 'ইচ্ছে' মুক্তির ইচ্ছে নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে তাঁকে ৷ প্রধান চরিত্র মোটা বলে শুনতে হয়েছে নানা কথা ৷ কেউ বলেছেন, বাংলার দর্শক এই ধরনের চরিত্রকে নেবে না ৷ কেউ আবার প্রশ্ন তুলেছেন ছবির গল্প নিয়েই ৷ মুক্তির অপেক্ষায় অন্ধকার ঘরেই বেশ কিছুদিন পড়ে থেকেছে তাঁর স্বপ্নের প্রজেক্ট ৷ এসব কথা নানান ইন্টারভিউতে নিজেই স্বীকার করে নিয়েছেন শিবপ্রসাদ ৷ কিন্তু 'মুক্তধারা' হোক বা 'ইচ্ছে', 'পোস্ত' হোক বা 'বেলাশেষে' প্রতিবার বাঙালির মন ঠিকই জয় করেছেন শিবু-নন্দিতা জুটি ৷ পুজোয় আরও একবার আসছে তাঁদের নতুন প্রজেক্ট ৷ এবারও মন জয় করতে পারবেন কি?
শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়-নন্দিতা রায় নামটা আজ উচ্চারিত হয় একইসঙ্গে ৷ একসময় তাঁদের জার্নিটা জমে উঠেছিল ইটিভি বাংলার হাত ধরেই ৷ একের পর এক নন ফিকশন প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ৷ এরপর শিবু কিছুটা রাস্তা বদল করেন ৷ বলা যায় সেও 'ইচ্ছে' বানানোর ইচ্ছাতেই ৷ স্কুল জীবন থেকেই নাটকের প্রতি ঝোঁক ৷ সেই কারণেই 'নান্দীকার'-এর সঙ্গে পরিচয় ৷ আলাপ দেবশংকর হালদার থেকে শুরু করে রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের সঙ্গে ৷ তারপর টেলিভিশনেও কেটেছে জীবনের অনেকগুলো দিন ৷ 2008 সালে বানানো তাঁর স্বপ্নের ছবি 'ইচ্ছে' অবশেষে 2011 সালে মুক্তি পায় ৷ আর সেই ছবি যে বাংলা সিনেমার ধারায় একটা অন্যস্বাদ এনেছে তা বলাই বাহুল্য ৷
ইচ্ছে সফল না হলে হয়তো বা 'কণ্ঠ', 'রামধনু', 'হামি', 'প্রাক্তন', 'হামি 2','বেলাশুরু'র মতো ছবিগুলিও দিনের আলো দেখত না ৷ এখনও তাঁদের কেরিয়ারে পরিচালক হিসাবে একবারও মানুষের মন জয় করতে ব্যর্থ হননি শিবপ্রসাদ-নন্দিতা ৷ বক্স অফিসে তিনি ভীষণ সফল ৷ ঠিক যেমন তিনি পারেন অন্য ধরণের গল্প নিয়ে ছবি করার সাহস দেখাতে তেমনই সব ক'টি ছবি ব্য়বসাও করেছে চুটিয়ে ৷ সর্বশেষ ছবি 'হামি 2'-ও শোরগোল ফেলেছে বাঙালি সিনে প্রেমীদের মনে ৷