হায়দরাবাদ, 16 মে:জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেতা ভিকি কৌশল ৷ ভিকি বললেই যে সমস্ত সিনেমার নাম এক ঝটকায় মাথায় চলে আসে তা হল 'মাসান', 'সঞ্জু', 'উরি' কিংবা 'সর্দার উধম' ৷ তালিকায় কেউ কেউ হয়তো জুড়ে দিতে চাইবেন 'রাজি' বা 'মন মর্জিয়া'র নামও ৷ অনেকেই জানেন, 'মাসান' ছবিতে প্রথমে দীপকের চরিত্রে অভিনয় করার কথা ছি রাজকুমার রাওয়ের ৷ কিন্তু পরে অনুরাগ কাশ্য়প পরামর্শ দেন ভিকি কৌশলকে ছবিতে নেওয়ার ৷ আর সেই ছবি যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বিনোদন জগতে তা বলাই বাহুল্য় ৷ কিন্তু সম্প্রতি একটু অন্য ধরনের ছবিতেই বেশি দেখা গিয়েছে ভিকিকে ৷ 2021 সালে তাঁকে দেখা গিয়েছিল 'সর্দার উধম' ছবিতে ৷ এরপর থেকে বদলেছে ভিকির যাত্রা ৷ কখনও 'গোবিন্দ নাম মেরা' কখনও 'জরা হাটকে জরা বাঁচকে'র মতো রম-কম ৷ সেই পুরোনো ভিকি কি আবার ফিরবেন মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ছবির হাত ধরে?
ভিকির শেষ দু'টি কাজ ছিল একটু চেনা ঘরানার বাইরের ছবি ৷ 'গোবিন্দ নাম মেরা' ছবিতে যে ভিকিকে দেখতে পাওয়া যায় তার সঙ্গে 'রাজি' ভিকিকে কিন্তু মেলাতে পারেননি অনেকেই ৷ হয়তোবা আরও বড় দর্শককূলের কাছে নিজেকে পৌঁছে দিতেই তাঁর এই পথ বদল ৷ শশাঙ্ক খৈতানের এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন কিয়ারা আদবানি এবং ভূমি পেডনেকরের সঙ্গে ৷
সোমবার জন্মদিনের ঠিক আগেই মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'র ট্রেলার ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন সারা আলি খানের সঙ্গে ৷ এই ছবিও ফুটিয়ে তুলতে চলেছে এক সাধারণ মধ্য়বিত্ত দম্পতির গল্প ৷ হাসির মোড়কে সম্পর্কের টানা পোড়েন এবং একান্নবর্তী পরিবারের সুবিধা অসুবিধার একটি কাহিনি তুলে ধরবে এই ছবি ৷ তাই এই ছবিও ভিকির পুরোনো ঘরানার থেকে একটু আলাদাই বলা চলে ৷