নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি:শিশুদের অধিকার নিয়ে বরাবর সরব বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানা (UNICEF National Ambassador Ayushmann)৷ শিশুদের অধিকার সুনিশ্চিত করতে আরও এক ধাপ এগোলেন তিনি ৷ শনিবার ইউনিসেফের জাতীয় দূতের দায়িত্ব নিয়ে তিনি (Ayushmann Khurrana) বলেন, প্রত্যেক শিশুর বেঁচে থাকার অধিকার সুরক্ষিত করতে তিনি সর্বদা কাজ করে যাবেন ৷
ইউনিসেফের জাতীয় দূত আয়ুষ্মান: শনিবার ইউনিসেফ ইন্ডিয়া 'ড্রিম গার্ল 2' অভিনেতাকে (Ayushmann Khurrana on Child Right) তাদের জাতীয় দূত হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে ৷ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আয়ুষ্মান বলেন, "জাতীয় দূত হিসেবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশুদের অধিকারের জন্য আমার জোরদার সওয়ালকে আরও এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের । ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যাগুলির মুখোমুখি হতে হচ্ছে তা নিরসনে আমি উত্সাহী ।"
তিনি আরও বলেন, "ইউনিসেফের সেলিব্রিটি প্রচারক হিসেবে, আমি শিশুদের সঙ্গে কথা বলেছি এবং ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য এবং লিঙ্গ সাম্য নিয়ে কথা বলেছি । ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায় আমি শিশুদের অধিকারের জন্য জোরালো সওয়াল করব, বিশেষ করে তাদের সবচেয়ে বেশি প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে সচেষ্ট হব ৷"
আয়ুষ্মানকে স্বাগত জানাল ইউনিসেফ ইন্ডিয়া: শিশুদের অধিকারের জন্য জাতীয় দূত হিসেবে আয়ুষ্মান খুরানাকে স্বাগত জানিয়ে ইউনিসেফ ভারতের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে বলেছেন, আয়ুষ্মান খুরানাকে ইউনিসেফ ভারতের জাতীয় দূত হিসেবে স্বাগত জানাতে পেরে আনন্দিত । ইউনিসেফের সেলিব্রেটি অ্যাডভোকেট হিসেবে গত দুই বছরে আয়ুষ্মানের দৃঢ় প্রতিশ্রুতি শিশুদের অধিকার রক্ষার কাজকে প্রসারিত ও চালিত করতে সাহায্য করেছে । তিনি ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকাদের একজন, এবং ইউনিসেফ ইন্ডিয়া রোমাঞ্চিত যে তিনি সেই শক্তিশালী কণ্ঠস্বর শিশুদের সমর্থনে এবং ক্ষতিকারক সামাজিক নিয়ম ও লিঙ্গ স্টিরিয়োটাইপের চ্যালেঞ্জের বিরুদ্ধে তুলে ধরবেন ।