পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vivek Agnihotri: আমি জঙ্গীদের ক্ষেত্রে জিরো টলারেন্সে বিশ্বাসী, নাসির ওদের ভালোবাসেন: বিস্ফোরক বিবেক - Vivek Slams Naseeruddin

Vivek Agnihotri Replied Naseeruddin Shah: 'দ্য কাশ্মীর ফাইলস', 'গদর 2'-এর মতো ছবিগুলির সাফল্য 'সমাজের পক্ষে ক্ষতিকর ৷', এমনই মন্তব্য করেছিলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ ৷ এবার তারই পাল্টা দিলেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক ৷ তাঁর দাবি, নাসির নাকি জঙ্গীদের সমর্থন করেন ৷

Vivek Slams Naseeruddin
গনহত্যা আর জঙ্গীদের সমর্থন করেন নাসির বিস্ফোরক বিবেক

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 4:43 PM IST

হায়দরাবাদ, 13 সেপ্টেম্বর: সম্প্রতি 'দ্য কাশ্মীর ফাইলস', 'গদর 2'-এর মতো ছবিগুলির সাফল্য ও প্রচারসর্বস্বতা নিয়ে মুখ খুলেছিলেন অভিনতা নাসিরউদ্দিন শাহ ৷ এবার তারই জবাবে সরব হলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ৷ তিনি জানিয়েছেন, নাসিরউদ্দিন শাহের মতো অভিনেতাকে তিনিও ভীষণ পছন্দ করেন ৷ কিন্তু 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সত্য সামনে আসায় অভিনেতা নিশ্চয় মনে করছেন তাঁর 'মুখোশ খুলে গিয়েছে' ৷

বিবেককে একটি সাম্প্রতিক ইন্টারভিউতে নাসিরের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমিও ওনার একজন অনুরাগী ৷ সেই কারণেই আমি দ্য তাসখন্দ ফাইলস ছবিতে ওনাকে বেছে নিয়েছিলাম ৷ কিন্তু আমার মনে হয়, ওনার হয়তো বয়স হয়েছে তাই...(উনি এ ধরনের কথা বলছেন) ৷ যাই হোক যদি সেটাই হয় তাহলে আমি এই নিয়ে কোনও মন্তব্য় করতে চাই না ৷ কখনও কখনও মানুষ নানা কারণে অসন্তুষ্ট হতে পারেন ৷ আর নাহলে ওঁর হয়তো মনে হয়েছে কাশ্মীর ফাইলসে যে সত্যিটা তুলে ধরা হয়েছে তাতে ওনার মুখোশ খুলে দিয়েছে ৷ অন্যের তৈরি শিল্প মানুষের সামনে যদি আপনাকে নগ্ন করে দেয় তখন সেটাকে তো কেউ ভালো চোখে দেখে না তাই না ৷"

তাঁর মতে, নাসির যেভাবে এই নিয়ে বারবার কথা বলছেন তা তাঁর কাছে অত্যন্ত অদ্ভুত লাগে ৷ তিনি বলেন, "আমার মতে, উনি সেই সমস্ত ছবিতে অভিনয় করে খুশি যা গণহত্যাকে সমর্থন করে ৷ ধর্মের কারণেই হোক বা নিজের হতাশার কারণেই হোক উনি এই ধরনের বহু ছবিতে অভিনয় করেছেন যা গণহত্যাকে সমর্থন করে ৷ যে কোনও কারণেই হোক তিনি জঙ্গীদের সমর্থন করতে ভালবাসেন ৷ (উনি কি বললেন তাতে) আমার কিছু যায় আসে না কারণ জঙ্গীদের ক্ষেত্রে আমি জিরো টলারেন্সে বিশ্বাসী ৷ আর উনি হয়তো ওদের ভালোবাসেন ৷"

আরও পড়ুন:আল্লুর সঙ্গে সম্মুখ সমর থেকে সরে দাঁড়ালেন অজয় ?

ঠিক কী বলেছিলেন নাসির? তাঁর মতে 500 কোটি আয় করলেও 'গদর 2' আদতে ব্যর্থ ৷ কারণ 'এই ধরনের ছবি সমাজের পক্ষে ক্ষতিকর ৷' তাঁর দাবি, এই ছবিতে দেখানো হয় দেশকে ভালোবাসলে তা জাহির করতে হবে ৷ অন্য়দিকে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সাফল্যকেও সমাজের জন্য ভয়ংকর ইঙ্গিত বলে উল্লেখ করেছিলেন অভিনেতা ৷ তাঁর কথায় 100 বছর পর বোঝা যাবে, হনসল, সুধীররা যে ছবি বানাচ্ছেন সেটাই আসল সত্যি ৷ তাই তাঁরা যেন কাজ চালিয়ে যান ৷

ABOUT THE AUTHOR

...view details