পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Vivek Agnihotri New Film: বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে এবার বড়পর্দায় 'মহাভারত' - Vivek Agnihotri New Film

এবার 'মহাভারত'-এর কাহিনি বড় পর্দায় তুলে ধরার কাজে হাত দিলেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ৷ ছবির নাম 'পর্ব অ্যান এপিক টেইল অফ ধর্ম' ৷ তিন পর্বে এই ছবিটি তৈরি করতে চলেছেন তিনি ৷

Vivek Agnihotri New Film
বিবেকের হাত ধরে পর্দায় মহাভারত

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 7:09 PM IST

হায়দরাবাদ, 21 অক্টোবর:'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বিপুল সাফল্যের জেরে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী এখন ভারত জুড়ে এক অতি পরিচিত নাম ৷ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ এবার আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির বিবেক ৷ এবার তিনি হাত দিচ্ছেন 'মহাভারত'-কে রূপোলি পর্দায় তুলে আনার কাজে ৷ তাঁর এই নতুন প্রজেক্টটির নাম 'পর্ব' ৷ পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত লেখক এসএল বিরাপ্পার উপন্যাস 'পর্ব' থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবিটি তৈরি করতে চলেছেন পরিচালক ৷

তিনটি পর্বে 'মহাভারত'-এর কাহিনিকে বড়পর্দায় তুলে ধরবেন বিবেক ৷ তাঁর প্রযোজক স্ত্রী পল্লবী যোশির প্রযোজনাতেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ ছবি চিত্রনাট্য রচনার দায়িত্বেও রয়েছেন বিবেক, প্রকাশ বেলাওয়াড়ি এবং ঔপন্যাসিক এসএল বিরাপ্পা ৷ তাঁর মূল উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কন্নড় ভাষায় ৷ শনিবার এক্সে ছবির প্রথম লুকও শেয়ার করেছেন বিবেক ৷ যদিও এই মহাভারতের দ্রৌপদী, অর্জুন, দুর্যোধন বা শ্রী কৃষ্ণের সঙ্গে এখনও পরিচয় করিয়ে দেননি তিনি ৷

ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন,"মহাভারত ইতিহাস নাকি পুরাণ ৷ আমি কৃতজ্ঞ এসএল বিরাপ্পার এমন আধুনিক ও ধ্রুপদি উপন্যাস 'পর্ব অ্যান এপিক টেইল অফ ধর্ম'-কে পর্দায় তুলে ধরতে পেরে ৷" প্রসঙ্গত, কয়েকদিন আগেই তাঁর 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে বিবেককে ৷

আরও পড়ুন:পৃথিবী দায় নেবে না! গাজার শিশুদের রক্ষায় ঈশ্বরে ভরসা স্বরার

তবে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি বক্স অফিসে যেমন শোরগোল ফেলেছিল তেমন প্রভাব তৈরি করতে পারেনি তাঁর শেষ ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ তবে বাজেটের 10 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি অনুযায়ী, প্রায় 10.28 কোটি ঘরে তুলেছে এই ছবি ৷ এখন তাঁর নতুন ছবি 'পর্ব অ্যান এপিক টেইল অফ ধর্ম' কেমন সাফল্য পায় সেটাই দেখার ৷ ছবিটির মুক্তির দিনক্ষণ অবশ্য় এখনও ঠিক হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details