হায়দরাবাদ, 21 অক্টোবর:'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বিপুল সাফল্যের জেরে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী এখন ভারত জুড়ে এক অতি পরিচিত নাম ৷ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ এবার আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির বিবেক ৷ এবার তিনি হাত দিচ্ছেন 'মহাভারত'-কে রূপোলি পর্দায় তুলে আনার কাজে ৷ তাঁর এই নতুন প্রজেক্টটির নাম 'পর্ব' ৷ পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত লেখক এসএল বিরাপ্পার উপন্যাস 'পর্ব' থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবিটি তৈরি করতে চলেছেন পরিচালক ৷
তিনটি পর্বে 'মহাভারত'-এর কাহিনিকে বড়পর্দায় তুলে ধরবেন বিবেক ৷ তাঁর প্রযোজক স্ত্রী পল্লবী যোশির প্রযোজনাতেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ ছবি চিত্রনাট্য রচনার দায়িত্বেও রয়েছেন বিবেক, প্রকাশ বেলাওয়াড়ি এবং ঔপন্যাসিক এসএল বিরাপ্পা ৷ তাঁর মূল উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কন্নড় ভাষায় ৷ শনিবার এক্সে ছবির প্রথম লুকও শেয়ার করেছেন বিবেক ৷ যদিও এই মহাভারতের দ্রৌপদী, অর্জুন, দুর্যোধন বা শ্রী কৃষ্ণের সঙ্গে এখনও পরিচয় করিয়ে দেননি তিনি ৷