হায়দরাবাদ, 18 এপ্রিল :উদ্ভট ফ্যাশনের রানি বললে সর্বপ্রথম যাঁর নাম দর্শকদের মনে পড়ে যায়, তিনি উরফি জাভেদ ৷ পোশাক নিয়ে তাঁর এক্সপেরিমেন্ট অনুরাগীদের রীতিমত আকৃষ্ট করে ৷ একথা ঠিক, তাঁর এই অদ্ভুত পোশাকের জন্য ফ্যাশন পুলিশদের হাতে রীতিমত ট্রোল হন এই মডেল তথা অভিনেত্রী ৷ কিন্তু তাতে আর যাই হোক উরফি যে দমার পাত্রী নন, তার বড় প্রমাণ তাঁর সোশ্যাল মিডিয়া ৷ কয়েকদিন আগেই নিজের সারা শরীরে আঠা দিয়ে ছবি আটকে সামনে এসেছিলেন উরফি ৷
এরপর স্বাভাবিকভাবেই অনেকে ভাবতে শুরু করেছিলেন এবার কী করবেন উরফি ! এবার সেফটি পিনের পোশাক পরে সামনে এসে অনুরাগীদের চমকে দিয়েছিলেন তিনি ৷ কটন ক্যান্ডি বা হাওয়া মিঠাই কার না প্রিয় ! বিশেষ করে পার্কে খেলতে খেলতে বাবা মায়ের কাছে কে না বায়না ধরেছে গোলাপি লাল বা হলুদ একটা হাওয়া মিঠাইয়ের জন্য় ৷ কিন্তু তা দিয়ে কি পোশাক বানানো সম্ভব ? সম্ভব সেই পোশাক পড়ে ক্যামেরার সামনে আসা ! ঠিক এমনটাই করে দেখালেন উরফি (Urfi Makes Her New Dress With Cotton Candy)৷