পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Urfi Cotton Candy Dress : সেফটি পিনের পর কটন ক্যান্ডি ! উরফির পোশাকে চোখ ছানাবড়া নেটিজেনদের - urfi tuns everyone with her cotton candy dress

নিজের ইনস্টাগ্রামে সাম্প্রতিক একটি ভিডিয়োতে কটন ক্যান্ডি দিয়ে বানানো পোশাক পরে সামনে এলেন উরফি জাভেদ (Urfi Makes Her New Dress With Cotton Candy) ৷

urfi tuns everyone with her  cotton candy dress
সেফটি পিনের পর কটন ক্যান্ডি ! উরফির পোশাক চোখ ছানা বড়া নেটিজেনদের

By

Published : Apr 18, 2022, 3:32 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল :উদ্ভট ফ্যাশনের রানি বললে সর্বপ্রথম যাঁর নাম দর্শকদের মনে পড়ে যায়, তিনি উরফি জাভেদ ৷ পোশাক নিয়ে তাঁর এক্সপেরিমেন্ট অনুরাগীদের রীতিমত আকৃষ্ট করে ৷ একথা ঠিক, তাঁর এই অদ্ভুত পোশাকের জন্য ফ্যাশন পুলিশদের হাতে রীতিমত ট্রোল হন এই মডেল তথা অভিনেত্রী ৷ কিন্তু তাতে আর যাই হোক উরফি যে দমার পাত্রী নন, তার বড় প্রমাণ তাঁর সোশ্যাল মিডিয়া ৷ কয়েকদিন আগেই নিজের সারা শরীরে আঠা দিয়ে ছবি আটকে সামনে এসেছিলেন উরফি ৷

এরপর স্বাভাবিকভাবেই অনেকে ভাবতে শুরু করেছিলেন এবার কী করবেন উরফি ! এবার সেফটি পিনের পোশাক পরে সামনে এসে অনুরাগীদের চমকে দিয়েছিলেন তিনি ৷ কটন ক্যান্ডি বা হাওয়া মিঠাই কার না প্রিয় ! বিশেষ করে পার্কে খেলতে খেলতে বাবা মায়ের কাছে কে না বায়না ধরেছে গোলাপি লাল বা হলুদ একটা হাওয়া মিঠাইয়ের জন্য় ৷ কিন্তু তা দিয়ে কি পোশাক বানানো সম্ভব ? সম্ভব সেই পোশাক পড়ে ক্যামেরার সামনে আসা ! ঠিক এমনটাই করে দেখালেন উরফি (Urfi Makes Her New Dress With Cotton Candy)৷

আরও পড়ুন : ছবির পর এবার সেফটি পিন! উরফি পোশাক দেখে চোখ কপালে নেটিজেনদের

নিজের ইনস্টাগ্রামে সাম্প্রতিক একটি ভিডিয়োতে কটন ক্যান্ডি দিয়ে বানানো পোশাক পরেই সামনে এলেন তিনি ৷ ভিডিয়োর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "এই পোশাকটি কী দিয়ে তৈরি তা অনুমান করার জন্য কোনও ব্রাউনি পয়েন্ট নেই!" পুরোটাই তাঁর মস্তিস্কপ্রসূত তা জানাতেও ভোলেননি তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details