কলকাতা, 25 এপ্রিল :'শবর দাশগুপ্ত গোয়েন্দা লালবাজার', পর্দায় শাশ্বত চট্টোাপাধ্যায়ের মুখে এই লাইনটি শোনার জন্য পাক্কা চারটি বছর অপেক্ষা করে বসেছিলেন অনেকেই ৷ অবশেষে সেই অপেক্ষার অবসান । 2018 সালে মুক্তি পাওয়া শেষ শবর সিরিজ 'আসছে আবার শবর'-এর পর এবার মুক্তির পথে অরিন্দম শীল পরিচালিত 'শবর' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি 'তীরন্দাজ শবর' । সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার পোস্টার।
২০১৮ সালে মুক্তি পায় 'আসছে আবার শবর'। এরপর ২০২০ থেকেই শুরু হয় 'তীরন্দাজ শবর' বানানোর কাজ । কিন্তু মাঝে আসে করোনার ঝড় । ফলে, থমকে যায় জনজীবন । ব্যাপক ক্ষতির মুখে পড়ে সিনেমাও । মুক্তি আটকে যায় বিগ বাজেট এবং কম বাজেটের বহু ছবির । মুখ থুবড়ে পড়ে নির্মাতাগোষ্ঠী এবং হলগুলি । ফের চেনা ছন্দে ফিরেছে জীবন । মুক্তি পাচ্ছে একের পর এক ছবি । তালিকায় উঠে এসেছে শবরের নামও ।