পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Saswata Chatterjee New Film Tirandaj Shobor : চার বছরের অপেক্ষা শেষ, ফের পর্দায় ফিরছেন গোয়েন্দা শাশ্বত - tirandaj shobor is coming soon in the big screens

ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে 'তীরন্দাজ শবর' আসছে ২৭ মে। এসে গিয়েছে ছবির টিজার পোস্টার (Tirandaj Shobor Release Date )।

Saswata Chatterjee New Film Tirandaj Shobor
পাক্কা চারবছরের অপেক্ষা শেষ, ফের পর্দায় ফিরছেন গোয়েন্দা শাশ্বত

By

Published : Apr 25, 2022, 12:24 PM IST

কলকাতা, 25 এপ্রিল :'শবর দাশগুপ্ত গোয়েন্দা লালবাজার', পর্দায় শাশ্বত চট্টোাপাধ্যায়ের মুখে এই লাইনটি শোনার জন্য পাক্কা চারটি বছর অপেক্ষা করে বসেছিলেন অনেকেই ৷ অবশেষে সেই অপেক্ষার অবসান । 2018 সালে মুক্তি পাওয়া শেষ শবর সিরিজ 'আসছে আবার শবর'-এর পর এবার মুক্তির পথে অরিন্দম শীল পরিচালিত 'শবর' ফ্র‍্যাঞ্চাইজির চতুর্থ ছবি 'তীরন্দাজ শবর' । সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার পোস্টার।

২০১৮ সালে মুক্তি পায় 'আসছে আবার শবর'। এরপর ২০২০ থেকেই শুরু হয় 'তীরন্দাজ শবর' বানানোর কাজ । কিন্তু মাঝে আসে করোনার ঝড় । ফলে, থমকে যায় জনজীবন । ব্যাপক ক্ষতির মুখে পড়ে সিনেমাও । মুক্তি আটকে যায় বিগ বাজেট এবং কম বাজেটের বহু ছবির । মুখ থুবড়ে পড়ে নির্মাতাগোষ্ঠী এবং হলগুলি । ফের চেনা ছন্দে ফিরেছে জীবন । মুক্তি পাচ্ছে একের পর এক ছবি । তালিকায় উঠে এসেছে শবরের নামও ।

আরও পড়ুন : ঋষি-পিহুর পরিবার সেরা, একনজরে প্রিয় চরিত্রগুলির পুরস্কারপ্রাপ্তির তালিকা

গরমের ছুটিতে আসছে 'তীরন্দাজ শবর' । কখনও তোপসে, কখনও অজিত হিসাবে শাশ্বতকে দেখতে দেখতে তাঁকে গোয়েন্দা চরিত্রে দেখার শখ ছিল অনেকেরই ৷ শবর সিরিজ দর্শকের সেই স্বপ্ন পূরণ করেছে ৷ আগের তিনটি ছবিই যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে ৷ এবার 'তীরন্দাজ শবর'-এর বিভিন্ন চরিত্রে শাশ্বত ছাড়াও অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস, রম্যাণি মণ্ডল, চন্দন সেন প্রমুখ । ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে 'তীরন্দাজ শবর' পর্দায় আসছে ২৭ মে (Tirandaj Shobor Release Date)।

ABOUT THE AUTHOR

...view details