পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tiger vs Pathaan: ফের পর্দায় বলিউডের করণ-অর্জুন ! স্পাই ইউনিভার্সের অ্যাকশন ছবিতে মুখোমুখি শাহরুখ-সলমন - সলমন খান ও শাহরুখ খান

স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবিতে শাহরুখ-সলমন একসঙ্গে ৷ আদিত্য চোপড়া প্রযোজিত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'টাইগার ভার্সেস পাঠান'-এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড বাদশা ও ভাইজান ৷

Etv Bharat
নতুন ছবিতে মুখোমুখি শাহরুখ-সলমন

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 4:39 PM IST

হায়দরাবাদ, 16 সেপ্টেম্বর: 2016-এ মুক্তি পাওয়া ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার ছবির কথা নিশ্চই মনে আছে ৷ যেখানে বিশ্বকে বাঁচাতে গিয়ে অ্যাভেঞ্জার্সের দুই অন্যতম সৈনিক ক্যাপ্টেন আমেরিকা ও ডক্টর স্ট্রেঞ্জ মুখোমুখি লড়াইয়ে নামেন ৷ হলিউডের সেই ছায়া কী এবার বলিউডেও? সূত্রের খবর, খুব শীঘ্রই একই রকমভাবে মুখোমুখি ময়দানে নামতে চলেছেন সলমন খান ও শাহরুখ খান ৷ 'টাইগার ভার্সেস পাঠান' ছবির বিষয়ে নাকি, অফিসিয়ালি সম্মতি জানিয়েছেন দুই তারকাই ৷

সূত্রের খবর, প্রযোজক আদিত্য চোপড়া ভাইজান ও কিং খানকে এই ছবির চিত্রনাট্য এক মাস আগে তাঁদেরকে শুনিয়েছিলেন ৷ দুই তারকার সঙ্গে আলাদা সাক্ষাতে এই ছবি সম্পর্কে আলোচনাও করেন ৷ জানা গিয়েছে, ছবিতে দুজনের চরিত্রই গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে ৷ যে কারণেই, শাহরুখ ও সলমন চিত্রনাট্য শোনার পরেই সম্মতি জানিয়েছেন ৷ তবে বলিউডের করণ-অর্জুনকে মুখোমুখি নামানোর এই ভাবনা এতদিন আটকে ছিল ৷ কারণ বাদশা ও ভাইজান তখনই সম্মতি জানাননি ৷ সূত্রের খবর, মিলে গিয়েছে গ্রিন সিগন্যাল ৷

জানা গিয়েছে, নভেম্বর থেকে ছবির যাবতীয় কাজ শুরু হয়ে যাবে জোরকদমে ৷ সব কিছু তৈরি করে শুটিং শুরু হয়ে যেতে পারে আগামী বছরের মার্চ মাস ৷ বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়, পাঠান ও টাইগার দুই স্পাই অভিনেতাকে বলিউডে এই ভাবে তুলে ধরাটা হবে বেশ চমকপদ ৷ দুই সুপারস্টার কোনও এক মিশনে একে অপরকে টক্কর দেয় না একসঙ্গে কাজ করে, সেই প্রশ্নই এখন ঘুুরে বেড়াচ্ছে অনুরাগীদের মনে ৷

আরও পড়ুন: 'আভি তো দিল জওয়ান হ্যায়', সাকসেস মিটে ভাইরাল শাহরুখ-দীপিকার কেমেস্ট্রি

যশরাজ প্রোডাকশনের স্পাই ইউনিভার্স সিরিজে 'টাইগার ভার্সেস পাঠান' ছবি পরিচালনার দায়িত্ব থাকবে সিদ্ধার্থ আনন্দের উপরে ৷ এর আগে টাইগার ফ্রাঞ্চাইজির হিট ছবি উপহার দিয়েছেন কবির খান ও আলি আব্বাস জাফর ৷ 'এক থা টাইগার' ও 'টাইগার জিন্দা হ্যায়'- বক্সঅফিসে ব্যাপক সাফল্য লাভ করে ৷ অন্যদিকে, হৃত্বিক রোশন ও টাইগার শ্রফের সঙ্গে স্পাই অ্যাকশন ছবি 'ওয়ার'-ও জনপ্রিয়তা লাভ করে ৷ এখানেই শেষ নয়, ওয়ারের শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান'-ও বেরিয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাত থেকেই ৷ পাশাপাশি, স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি 'টাইগার 3' চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details