কলকাতা, 11 অগস্ট:মুক্তি পেল স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ' ৷ এই সিরিজে একজন সিঙ্গেল মাদার-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছ তাঁকে ৷ সেই চরিত্র সম্পর্কে বলতে গিয়েই স্বস্তিকা সরব হলেন লিঙ্গ বৈষম্য নিয়ে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "মেয়ের 200 শতাংশ বেশি পরিশ্রম করতে হয় শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণে ৷" শুধু তাই নয় তাঁর কথায়, "একটা অদ্ভুত ধরনের লিঙ্গ বৈষম্য এই সমাজে বর্তমান ৷ এটা ধরেই নেওয়া হয় যেহেতু মেয়েদের ঘর সংসার এবং ছেলেপুলে সামলাতে হবে তাই তাঁরা কোনও কাজ সঠিকভাবে করতে পারবে না ৷ নিখোঁজ ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলে ৷"
তাঁর চরিত্রটির নাম বৃন্দা বসুর ৷ তিনি ডেপুটি কমিশনার অফ কলকাতা পুলিশ । বৃন্দার মেয়ে দিতি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় ৷ সেই মেয়েকে কি খুঁজে বের করতে পারবেন বৃন্দা সেটাই বলবে এই ওয়েব সিরিজ ৷ স্বস্তিকা এখানে যে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে । যেখানে, একইসঙ্গে বাইরে কাজও করেন আবার পরিবারও সামলান ৷ এমন মেয়ের সংখ্যা কিন্তু সমাজে কম নয় ৷ এবার তাঁদের নিয়েই সরব স্বস্তিকা ৷ জানালেন এক অদ্ভুত ধরনের লিঙ্গবৈষম্য এক্ষেত্রে কাজ করে ৷