পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sunny Deol Gadar 2 Teaser: মুক্তি পেল 'গদর 2' ছবির টিজার, অ্যাকশন মুডে সানি ; দেখা নেই আমিশার - Gadar 2 Teaser is Out Now

মুক্তি পেল 'গদর 2'-এর টিজার ৷ ফের একবার অ্যাকশন মুডে হাজির সানি দেওল ৷ টিজারে অবশ্য দেখা মিলল না আমিশার ৷

Sunny Deol Gadar 2 Teaser
মুক্তি পেল সানি আমিশার গদর 2 ছবির টিজার

By

Published : Jun 12, 2023, 1:07 PM IST

হায়দরাবাদ, 12 জুন: মুক্তি পেল সানি দেওল-আমিশা প্যাটেলের আসন্ন ছবি 'গদর 2'-এর টিজার ৷ তারা সিং-সাকিনার এই কাহিনি পরিচিত বলিউডের অন্য়তম কাল্ট সিনেমা হিসেবে ৷ 'গদর: এক প্রেম কথা' মুক্তি পেয়েছিল আজ থেকে ঠিক 22 বছর আগে ৷ অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তুলে ধরা হয়েছিল দাঙ্গা আর দেশভাগের কাহিনি ৷ দেশভাগের পর হওয়া দাঙ্গা কীভাবে বগলে দেয় সাকিনা আর তারা সিংয়ের জীবন সেটাই তুলে ধরা হয়েছে গল্পে ৷ ভারত-পাকিস্তান এবং ধর্মীয় বিধিনিষেধের উপরে ওঠে এই ছবিতে প্রাধান্য পেয়েছিল প্রেম ৷

এবার 22 বছর পর অনিল শর্মার হাত ধরেই আসতে চলেছে 'গদর 2' ৷ 11 অগস্ট 'অ্যানিম্যাল','ওএমজি 2'-এর সঙ্গেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তাই বক্স অফিস ব্যাটেলও হতে চলেছে চুড়ান্ত কঠিন ৷ তবে টিজারেই আভাস মিলল বেশ চমকদার হতে চলেছে এই ছবিটিও ৷ চোখা চোখা সংলাপ, সুপারহিট অ্যাকশনে ভরপুর হতে চলেছে 'গদর 2' ৷ এক সময় হ্য়ান্ডপাম্প হাতে তুলে নিয়ে 'গদর: এক প্রেম কথা' ছবিতে শত্রু নিধনে মেতেছিলেন সানি ৷ এবার তাঁকে দেখা যাবে কার্ট হুইল হাতে ৷

1971 সালের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি ৷ এই কাহিনিতেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বে কথা উঠে আসবে তাই একটি সংলাপে তো বলতে শোনা যায়, পাকিস্তান জামাই ইনি, ভালো করে দেখভাল কর ৷ না হলে পণ হিসাবে লাহোরকেও সঙ্গে নিয়ে যাবে ৷ মৃত্যুরও মিছিল দেখাবে এই ছবি ৷ দর্শকরা সাক্ষী থাকবেন তারা সিংয়ের চোখের জলে ভেজা যন্ত্রণার কাহিনির ৷ তবে এটুকুই, গল্প নিয়ে আর কিছুই আভাস দেননি নির্মাতারা ৷ টিজারে অবশ্য় দেখা মিলল না আমিশার ৷

আরও পড়ুন:'কত পরিশ্রম করছে গো বাচ্চা মেয়েটা', নতুন রিলস নিয়ে কটাক্ষের শিকার দর্শনা

একটা সময় রীতিমতো সাফল্য়ের নতুন মাইল ফলক স্থাপন করেছিল 'গদর: এক প্রেম কথা' ৷ সানি আমিশারা নিশ্চয় চাইবেন তাঁদের এই নতুন ছবিটিও তেমনই একটি মাইলস্টোন হয়ে থাকুক ৷ তবে তা আদৌ সম্ভব কি না তা বলে দেবে সময়ই ৷ 'গদর 2' ছবিটির প্রযোজনা করছে জি স্টুডিয়ো, অনিল শর্মা প্রোডাকশন এবং এমএম মুভিজ ৷

ABOUT THE AUTHOR

...view details