হায়দরাবাদ, 12 জুন: মুক্তি পেল সানি দেওল-আমিশা প্যাটেলের আসন্ন ছবি 'গদর 2'-এর টিজার ৷ তারা সিং-সাকিনার এই কাহিনি পরিচিত বলিউডের অন্য়তম কাল্ট সিনেমা হিসেবে ৷ 'গদর: এক প্রেম কথা' মুক্তি পেয়েছিল আজ থেকে ঠিক 22 বছর আগে ৷ অনিল শর্মা পরিচালিত এই ছবিতে তুলে ধরা হয়েছিল দাঙ্গা আর দেশভাগের কাহিনি ৷ দেশভাগের পর হওয়া দাঙ্গা কীভাবে বগলে দেয় সাকিনা আর তারা সিংয়ের জীবন সেটাই তুলে ধরা হয়েছে গল্পে ৷ ভারত-পাকিস্তান এবং ধর্মীয় বিধিনিষেধের উপরে ওঠে এই ছবিতে প্রাধান্য পেয়েছিল প্রেম ৷
এবার 22 বছর পর অনিল শর্মার হাত ধরেই আসতে চলেছে 'গদর 2' ৷ 11 অগস্ট 'অ্যানিম্যাল','ওএমজি 2'-এর সঙ্গেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তাই বক্স অফিস ব্যাটেলও হতে চলেছে চুড়ান্ত কঠিন ৷ তবে টিজারেই আভাস মিলল বেশ চমকদার হতে চলেছে এই ছবিটিও ৷ চোখা চোখা সংলাপ, সুপারহিট অ্যাকশনে ভরপুর হতে চলেছে 'গদর 2' ৷ এক সময় হ্য়ান্ডপাম্প হাতে তুলে নিয়ে 'গদর: এক প্রেম কথা' ছবিতে শত্রু নিধনে মেতেছিলেন সানি ৷ এবার তাঁকে দেখা যাবে কার্ট হুইল হাতে ৷