কলকাতা, 3 জানুয়ারি:কথায় বলে মৃত্যুর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই ৷ আর সত্য কতটা কঠিন আঘাতে বুক বিদীর্ন করতে পারে তা বাঙালি টের পেল আজ সকালেই ৷ মঙ্গলবার সকালে সংগীতের দুনিয়াকে এক প্রকার দেউলিয়া করে চিরবিদায়ের সুর বাজিয়ে সুরের আকাশে পাড়ি দিলেন সুমিত্রা সেন (Eminent Rabindra Sangeet Artist Sumitra Sen)। রবীন্দ্র সংগীতের জগতে আরেক নক্ষত্রপতন ঘটে গেল মঙ্গলবার সকালে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর (Sumitra Sen Dies At The Age of 89) ৷ এই শোকের দিনটাই মিলিয়ে দিল দুই কিংবদন্তিকে ৷ আজ থেকে ঠিক 12 বছর আগে এই দিনে সুরালোকে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তি সংগীত শিল্পী সুচিত্রা মিত্র (Suchitra Mitra And Sumitra Sen Passed Away in The Same Date)৷
যাঁকে বাঙালি অবশ্য় চেনেন 'কৃষ্ণকলি' বলেই ৷ না শ্য়ামলা নন, গায়ের রঙ গৌরবর্ণই ছিল সুচিত্রার ৷ তবে তাঁর গলায় 'কৃষ্ণকলি আমি তারেই বলি' শুনে আবেগে ভেসেছিল আপামর সংগীতপ্রেমী জনতা ৷ সুচিত্রার জন্ম সুমিত্রার প্রায় এক দশক আগে ৷ গণনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘকাল ৷ রবীন্দ্র সংগীতকেই করেছিলেন তাঁর প্রতিবাদের ভাষাও ৷ তাইতো 1971 সালের মুক্তিযুদ্ধের আবহে তাঁর গাওয়া 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' আলোড়ন তুলেছিল বাঙালির বুকে ৷ 1945 সালে মুক্তি পায় তাঁর প্রথম রেকর্ড ৷ যার একদিকে ছিল 'মরণেরে তুঁ হু মম শ্যাম সমান' আর অন্য পিঠে 'হৃদয়ের একুল ওকুল দু’কুল ভেসে যায়'।