পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK on Dulquer Salaman Film Trailer: কিং খানের হাত ধরে ছবির ট্রেলার মুক্তি, 'ফ্যানবয় মোমেন্ট' লিখলেন দুলকর সলমন - SRK on Dulquer Salaman Film Trailer

শাহরুখের হাত ধরে মুক্তি পেল দুলকর সলমনের 'কিং অফ কোথা'র ট্রেলার ৷ অভিনেতার ভূয়সী প্রশংসা করলেন কিং খান ৷ কিং খানের প্রশংসায় আপ্লুত মালায়ালম সুপারস্টার ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 10, 2023, 12:36 PM IST

হায়দরাবাদ, 10 অগস্ট:মুক্তি পেল মালয়ালাম সুপারস্টার দুলকর সলমনের নতুন ছবি 'কিং অফ কোথা'র ট্রেলার ৷ আর বৃহস্পতিবার অনুরাগীদের জন্য সেই ঝলকটি শেয়ার করলেন স্বয়ং কিং খান ৷ এদিন সকালে দক্ষিণি এই অভিনেতার ছবির ভূয়সী প্রশংসা করেন শাহরুখ ৷ আর আর তাঁর প্রিয় অভিনেতার কাছে প্রশংসা পেয়ে খুশি সলমনও ৷ তাঁর জন্য এটা নাকি একেবারে ফ্যানবয় মোমেন্ট নিজেই জানালেন সেকথা ৷

বৃহস্পতিবার ট্রেলারটি শেয়ার করে শাহরুখ লেখেন, "দারুণ ট্রেলার দুলকর সলমন ৷ অভিনন্দন ৷ ছবিটা দেখার অপেক্ষায় আছি ৷ তোমাদের গোটা টিমের প্রত্যেককে একদিন আলিঙ্গন করতে চাই (এত সুন্দর কাজের জন্য) ৷ আশা করি ছবিটি খুব সফল হবে ৷" শাহরুখের এই টুইটের জবাবে সলমন লেখেন, "অনেক ধন্যবাদ শাহরুখ স্যার ৷ এটা আমার জন্য় একটা দারুণ বড় মুহূর্ত ৷ সব সময়ই আমি আপনার ফ্যানবয় ৷"

শুধু শাহরুখ নন দুলকরের এই ছবির ট্রেলারটি শেয়ার করেছেন দক্ষিণি সুপারস্টার সূর্য, মোহনলাল, নাগার্জুনও ৷ প্রত্যেকেই বেশ প্রশংসা করেছেন তাঁঁর কাজের ৷ অভিলাষ যোশি পরিচালিত এই ছবিতে উঠে আসবে রাজু নামে এক তরুণের কাহিনি ৷ যার জীবন জড়িয়ে যায় দু'টো বিষয়ের সঙ্গে ৷ একটি হল ফুটবল আর অন্য়টি হল অপরাধ জগত ৷ বাবার মতোই সে গুণ্ডা হতে চায় ৷ হয়ে উঠতে চায় কোথা এলাকার একছত্র অধিপতি ৷ এই ছবিতে তারই কাহিনি তুলে ধরেছেন নির্মাতারা ৷

আরও পড়ুন:পোস্টারে ঢালা হল দুধ, ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি ; রজনীর 'জেলর' নিয়ে উৎসব

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 24 অগস্ট ৷ তার ঠিক আগেই অবশ্য় ডিজিটাল দুনিয়াতেও অভিষেক করতে চলেছেন সলমন ৷ রাজ এবং ডিকে পরিচালিত 'গানস অ্যান্ড গুলাবস' সিরিজের হাত ধরে তিনি প্রথমবার ওয়েবের জগতে পা রাখবেন ৷ এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করতে চলেছেন রাজকুমার রাও এবং রজতাভ দত্তের মতো অভিনেতারা ৷ 'গানস অ্যান্ড গুলাবস' মুক্তি পেতে চলেছে আগামী 18 অগস্ট ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details