হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে বলিউডের ভাইজানের নতুন ছবি 'টাইগার 3' ৷ ছবিতে সলমনকে দেখা যাবে গুপ্তচরের অবতারে ৷ যশরাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম যে 'টাইগার' তার আভাস 'পাঠান'-এই পেয়ে গিয়েছেন দর্শকরা ৷ বিপদ থেকে বাঁচতে গুপ্তচর পাঠানকে সঙ্গ দিয়েছিল টাইগারও ৷ আর এবার ক্যাটরিনা-সলমনের এই ইউনিভার্সে যুক্ত হবেন শাহরুখও ৷ জানা গিয়েছে ঠিক যেভাবে পাঠান ছবিতে মন মাতিয়েছিলেন ভাইজান সলমন ৷ তেমনই ভাইজানের 'টাইগার'-এর পরবর্তী অধ্য়ায়ে দেখা যাবে শাহরুখকে (SRK in Salman New Fim Tiger 3) ৷
সোমবার এই খবর শেয়ার করেছেন সিনে সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ তিনি টুইটে লিখেছেন, "পাঠান-এ ম্যাজিক সৃষ্টি করেছেন এসআরকে এবং সলমন ৷ আর এবার দীপাবলিতে টাইগার 3-এর জন্য় আবার একত্রিত হতে চলেছেন মাইটি খানেরা ৷" এর আগে মুক্তি পেয়েছে এই ছবির দু'টি কিস্তি ৷ 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়' দু'টি ছবিই ছিল ব্লকবাস্টার হিট ৷