পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

SRK Met An Accident: শুটিংয়ে চোট পেলেন কিং খান, করা হল অস্ত্রোপচারও - SRK Met An Accident

দুর্ঘটনার কবলে বলিউডের বাদশা ৷ শুটিংয়ের মাঝেই নাকে চোট পেলেন অভিনেতা ৷ পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠল যে অস্ত্রপচারও করতে হল ৷ তবে আপাতত সুস্থই আছেন অভিনেতা।

SRK Met An Accident
শ্যুটিংয়ের মাঝেই দুর্ঘটনার শিকার কিং খান

By

Published : Jul 4, 2023, 1:27 PM IST

Updated : Jul 4, 2023, 1:52 PM IST

মুম্বই, 4 জুলাই:মার্কিন মুলুকে শুট করতে গিয়ে দুর্ঘটনার কবলে শাহরুখ খান ৷ লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের শুটিং চলাকালীন নাকি নাকে চোট পান অভিনেতা ৷ এমনটাই দাবি বিভিন্ন সূত্রের ৷ তবে আপাতত ভালোই রয়েছেন কিং খান ৷ তাঁকে মুম্বইয়েও ফিরিয়ে আনা হয়েছে ৷ বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, লস অ্য়াঞ্জেলসে তাঁর কোনও একটি আসন্ন প্রজেক্টের শ্য়টিং সারছিলেন এসআরকে ৷ সেইসময় ঘটে এই দুর্ঘটনা ৷

তাঁর নাকে আঘাত লাগে এবং গলগল করে রক্ত পড়তে থাকে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানান দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ তবে পরিস্থিতির যাতে কোনওভাবে অবনতি না হয় তা নিশ্চিত করতে একটি ছোট অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল ৷

শাহরুখ-ভক্তরা এখন অপেক্ষা করছেন তাঁর জওয়ান ছবির ট্রেলার মুক্তির জন্য ৷ আগামী 12 জুলাই এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ৷ জানা গিয়েছে টম ক্রুজের নতুন ছবি 'মিশন: ইম্পসিবল-ডেড রিকনিং পার্ট ওয়ান'-এর সঙ্গেই মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার ৷ ঠিক তারই আগে ঘটে গেল এই দুর্ঘটনা ৷ যদিও শাহরুখ নিজে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কিত কোনও আপডেট এখনও শেয়ার করেননি ৷ তবে ঘনিষ্ট সূত্রের খবর, এখনও ব্যান্ডেজ বেঁধে রাখা হয়েছে অভিনেতার নাকে ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে দেশ।

আরও পড়ুন:আলিয়ার মুখে 'খেলা হবে', মুক্তি পেল 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'র ট্রেলার

শাহরুখকে আগামী দিনে পর্দায় দেখা যাবে 'জওয়ান' ছবিতে ৷ এই ছবিটির পরিচালনার দায়িত্বে পরিচালক অ্যাটলি কুমার ৷ আগামী 7 সেপ্টেম্বর ছবিটি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ এই ছবিতে অ্যাকশন মুডেই দেখা যাব কিং খানকে ৷ অন্যদিকে, 'পাঠান'-এর সাফল্যের পর শাহরুখের আরও একটি ছবি নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ তা হল 'ডাঙ্কি' ৷ এই ছবির হাত ধরে কিং খান প্রথমবার কাজ করবেন পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ৷ ছবিতে তিনি জুটি বাঁধছেন তাপসী পান্নুর সঙ্গে ৷

Last Updated : Jul 4, 2023, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details