পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Srijit New Film: পুজোয় আসছে সৃজিতের 'দশম অবতার', এক ফ্রেমে বুম্বা-যীশু-অনির্বাণ; সঙ্গী জয়াও - Srijit Mukherji New Film

পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দশম অবতার' ৷ এবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন বুম্বা-যীশু-অনির্বাণ ৷

Srijit New Film
পুজোয় আসছে সৃজিতের নতুন ছবি দশম অবতার

By

Published : Jul 20, 2023, 2:53 PM IST

কলকাতা, 20 জুলাই: অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' সিরিজের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ হইচই'য়ের এই সিরিজের প্রথম গান 'তুমি এমনি এমনি এসো' মুক্তিও পেয়েছে কয়েকদিন আগেই ৷ এবার সামনে এল সৃজিতের আরেকটি নতুন ছবির আপডেট ৷ ছবির নাম 'দশম অবতার' ৷ বৃহস্পতিবার সামনে এল ছবির অফিসিয়াল লোগো ৷ হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা ৷ যা খবর তাতে আসন্ন দুর্গাপুজোয় আসছে তারকাখচিত এই ছবি ৷

সৃজিতের নতুন ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য ৷ রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্তও ৷ এর আগে সৃজিতের সঙ্গে 'গুমনামি' ছবিতে একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন প্রসেনজিৎ-অনির্বাণ ৷ অন্য়দিকে সৃজিতের 'উমা' ছবিতে এর আগে কাজ করেছিলেন যীশু ৷ এবার এক ফ্রেমে বন্দি হতে চলেছেন যীশু-বুম্বা-অনির্বাণ ৷ বৃহস্পতিবার ছবির এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন জয়া আহসান, রূপম ইসলাম এবং অনুপম রায়ের মতো অনেকেই ৷ সবমিলিয়ে ছবির স্টারকাস্ট যে একেবারে জমকালো, তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

সঙ্গী হতে চলেছেন জয়াও

সোশালে অনুষ্ঠানের বেশকিছু ছবি শেয়ার করেছেন অনির্বাণ, অনুপম, সৃজিত সকলেই ৷ অনুপম তাঁর ইনস্টা পোস্টে লিখেছেন, "এবার পুজোয়, দশম অবতার! নতুন সিনেমা। নতুন গান ।" বোঝাই যাচ্ছে অনুপমের সঙ্গে গানের দায়িত্ব সামলাবেন রূপম ৷ এদিন সকলকেই দেখা গেল সাদা-নীল পোশাকে ৷ তাঁর 'দশম অবতার'-এর টিমকে এভাবেই সাজিয়ে নিয়েছেন পরিচালক ৷ গল্পের গ-ও এখন যে নির্মাতারা সামনে আনবেন না তা বলাই বাহুল্য ৷

সামনে এল দশম অবতারের লোগো

আরও পড়ুন:আন্তর্জাতিক দাবা দিবসে শুরু 'দাবাড়ু'র যাত্রা

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ এবং জিয়ো স্টুডিয়োস ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তাঁর আগামী সিরিজ 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' মুক্তি পাচ্ছে আগামী পুজোতেই ৷ এছাড়া আগামিদিনে দেব-রুক্মিণীর সঙ্গেও কাজ করার কথা রয়েছে সৃজিতের ৷ তাঁর এই প্রজেক্টটির নাম এখনও সামনে আসেনি ৷ তবে তা মুক্তি পেতে চলেছে আগামী বছর ৷

ABOUT THE AUTHOR

...view details