জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর: একজন বিধায়ক, একজন সাংসদ । দু'জনেই আবার অভিনেতা । কীভাবে বন্যপ্রাণ নিয়ে তাঁরা এতটা অসচেতন? ছবির শুটিংয়ে এসে বৃহৎ অজগর নিয়ে নায়ক সোহমের ছবি তোলা, এমনকী রিসর্টে কর্মরত ব্যক্তির অজগরের উপর দাঁড়িয়ে তোলা ছবি, আপাতত সেই প্রশ্নই ছুড়ে দিল । গোটা বিষয়টি আবার ঘটেছে দেবের উপস্থিতিতেই বলে খবর। যেভাবে অজগর সাপটিকে নিয়ে 'ছেলেখেলা' করা হয়েছে, তাতে হতভম্ব পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণপ্রেমীরা ৷ দূর থেকে ছবি ক্যামেরাবন্দি করেছেন খোদ অভিনেতা-সাংসদ দেব। ঘটনায় ক্ষোভ প্রকাশ বন্যপ্রাণী প্রেমীদের। তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী)।
বৃহস্পতিবার জলপাইগুড়ি স্পোর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শ্যামা প্রসাদ পাণ্ডে বলেন, "অভিনেতার অজগর সাপ ধরার যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে অজগরটিকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এটা বন্যপ্রাণী প্রোটেকশন অ্যাক্ট বিরোধী। অজগরটির শরীরের ওপরে যেভাবে দাঁড়ানো হয়েছে তা 1972 সালের ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ। অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ।"
তিনি আরও বলেন, "একজন বিধায়ক তথা অভিনেতা সোহম তিনি দায়িত্বশীল নাগরিক। তাঁর সামনে অজগরের ওপরে দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি। বনকর্মীরাও সঠিক কাজ করেননি। তাঁদের উচিৎ ছিল সাপটিকে উদ্ধার করে সোজা নিয়ে চলে যাওয়া। সাপ নিয়ে শুটিং করার কোনও মানে হয় না। ঘাটালের সাংসদ দেব, তিনি কিছুই বললেন না দেখে অবাক লাগছে ৷ আমরা বন দফতরের কাছে অভিযোগ করব।"
রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় বলেন, "এই ধরনের ঘটনা কাম্য নয়। অজগরটি উদ্ধারের সময় বনকর্মীরা থাকা সত্বেও কেন এমন ঘটনা ঘটল খতিয়ে দেখতে হবে। এই ভাবে সাপের ওপর দাড়িয়ে ছবি তোলা যায় না। আমি খোঁজ নিচ্ছি কেন এমন হল।"