কলকাতা, 9 ডিসেম্বর: এই প্রথমবার অরিজিনাল গানের অ্যালবাম নিয়ে হাজির সঞ্জয় লীলা বনসালি। শুধু পরিচালক হিসাবেই নয় তাঁর সুরশৈলীও সমাদৃত। তাঁর তৈরি 'বাজিরাও মাস্তানি'র গানগুলি এখনও মানুষ মনে রেখেছেন । একইসঙ্গে তিনি 'পদ্মাবত' ছবির জন্য 'সেরা সঙ্গীত পরিচালক' হিসাবে জাতীয় পুরস্কারও পান । সুতরাং সঙ্গীত পরিচালক হিসেবে তাঁর খ্যাতি চলচ্চিত্র পরিচালকের থেকে কিছুতে কম নয়(Sanjay Leela Bhansali First Album Sukoon ) । আর এবার 'সুকুন' নামের একটি অরিজিনাল গানের অ্যালবাম নিয়ে হাজির হলেন তিনি(Sanjay Leela Bhansali First Album ) ।
উল্লেখ্য, এই গানের অ্যালবামটি তৈরি করতে প্রায় দু'বছর সময় লেগেছে তাঁর । লতা মঙ্গেশকরকে এই অ্যালবাম উৎসর্গ করেছেন তিনি । 9টি গানের সমন্বয়ে নির্মিত এই অ্যালবামটিতে গান গেয়েছেন ওস্তাদ রশিদ খান, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, সাহিল হাদা, পাপন, প্রতিভা বাঘেল এবং মধুবন্তী বাগচীর মতো প্রথিতযশা শিল্পীরা । 'গালিব হোনা হ্যায়' গানটির গীতিকার এ.এম. তুরাজ । তাঁর গান সম্বন্ধে বলতে গিয়ে আরমান বলেছেন, “আমি ‘গালিব হোনা হ্যায়’ নিয়ে সত্যিই উচ্ছ্বসিত । কারণ সঞ্জয় লীলা বনসালি স্যারের অ্যালবামে একটি গান গাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার (Singers Share Their Thoughts on Sanjay Leela Bhansali Album)।"
'তুঝে ভি চাঁদ' এবং 'কারার' গান দুটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল । আর অন্যদিকে 'দর্দ পাথরো কো' গানটি গেয়েছেন পাপন । তিনি বলেন,"আমার হৃদয়ে গজলের জন্য একটি বিশেষ জায়গা আছে । এমন একটি অ্যালবামে বনসালিজীর সঙ্গে কাজ করা ভাগ্যের ব্যাপার । তার উপর এটা ওঁর প্রথম মৌলিক গানের অ্যালবাম । তাই নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে আজ ।"